Sunday, July 6, 2025
প্রধান পাতাআন্তর্জাতিকট্রাম্পের দাবি: ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর, তবে সংঘাত থামেনি

ট্রাম্পের দাবি: ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর, তবে সংঘাত থামেনি

২৪ জুন, মঙ্গলবার: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, মধ্যপ্রাচ্যের দুই চিরবৈরী দেশ ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। মঙ্গলবার সকালে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক পোস্টে তিনি লেখেন, “যুদ্ধবিরতি এখন কার্যকর। দয়া করে এটি লঙ্ঘন করবেন না।”

তবে ট্রাম্পের এই ঘোষণার বিষয়ে এখনও ইরান বা ইসরায়েলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি দাবি করেছে, যুদ্ধবিরতি শুরু হয়েছে। অপরদিকে, দ্য টাইমস অব ইসরায়েল এক ইসরায়েলি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, “যুদ্ধবিরতি কার্যকর থাকবে যদি উভয় পক্ষ সেটি মেনে চলে।”

ট্রাম্প সোমবার (২৩ জুন) আরও বলেন, “ইরান ও ইসরায়েল একটি সম্পূর্ণ যুদ্ধবিরতিতে চূড়ান্তভাবে সম্মত হয়েছে। প্রাথমিকভাবে এই যুদ্ধবিরতি ১২ ঘণ্টা চলবে। এরপর যুদ্ধ সমাপ্ত ঘোষণা করা হবে।”

তবে ট্রাম্পের ঘোষণার পরও ইসরায়েলের বিভিন্ন এলাকায় হামলার খবর পাওয়া গেছে। মঙ্গলবার সকালে চালানো এক হামলায় এখন পর্যন্ত ৪ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। ইসরায়েলের সেনাবাহিনী আইডিএফ দেশের অনেক অংশে সতর্কতা জারি করেছে।

এদিকে, রাশিয়ার একটি মিসাইল হামলায় মার্কিন দূতাবাস কেঁপে ওঠে বলে কিছু গণমাধ্যমে দাবি করা হয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

যুদ্ধবিরতি ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনীতিতে নতুন আলোচনার জন্ম হলেও বাস্তবতায় মাঠের সংঘাত এখনও পুরোপুরি থামেনি, বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। অনেকেই প্রশ্ন তুলছেন, কোনো ধরনের কূটনৈতিক চুক্তি বা আন্তর্জাতিক মধ্যস্থতা ছাড়াই ট্রাম্প কীভাবে এই যুদ্ধবিরতির ঘোষণা দিলেন, এবং তার প্রকৃত কার্যকারিতা আদৌ কতটুকু হবে।

আরও পড়ুন

সর্বশেষ