গাজীপুরের শ্রীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৭ জন।
শনিবার (৩ আগস্ট) দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহতের নাম জাহাঙ্গীর আলম (৪৫)। তিনি শ্রীপুর মাওনা চৌরাস্তা এলাকা লেপতোশকের ব্যবসা করতেন বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, স্থানীয় কেওয়া বাজার থেকে তুলা আনতে গিয়ে দুপক্ষের সংঘর্ষের মাঝে পড়ে জাহাঙ্গীর নিহত হন। তার বাড়ি সাতক্ষীরায়। তিনি ৫-৭ বছর আগে শ্রীপুরের মাওনা এলাকায় বিয়ে করেন।
বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার ওসি আকবর আলী খান বলেন, একজন মারা গেছেন। মরদেহ আমাদের হেফাজতে আছে।