সারা দেশে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার। বৃহস্পতিবার সকালে রাজধানীর ভাসানটেক সরকারি কলেজ ও সরকারি বাঙলা কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
ড. আবরার বলেন, “পরীক্ষার প্রথম দিন থেকেই কেন্দ্রগুলোতে সুন্দর পরিবেশ বজায় রয়েছে। পরীক্ষার্থীরা সময়মতো কেন্দ্রে উপস্থিত হয়ে নির্ধারিত নিয়ম অনুযায়ী পরীক্ষা দিচ্ছে। শিক্ষা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সবার যৌথ প্রচেষ্টায় একটি সুশৃঙ্খল ও নকলমুক্ত পরীক্ষা পরিবেশ নিশ্চিত করা সম্ভব হয়েছে।”
তিনি আরও বলেন, “প্রশ্নফাঁস রোধে সরকার সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছে। এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের অনিয়মের খবর পাওয়া যায়নি।”
পরিদর্শনকালে সংশ্লিষ্ট কেন্দ্রের অধ্যক্ষ, কেন্দ্র সচিব, কক্ষ পরিদর্শক এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সারা দেশে একযোগে এইচএসসি, আলিম ও এইচএসসি ভোকেশনাল পরীক্ষার লিখিত অংশ শুরু হয়েছে। পরীক্ষা চলবে আগামী ১০ আগস্ট পর্যন্ত।
এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ১২ লাখ ৫১ হাজার ১১১ জন, যা গত বছরের তুলনায় ৮১ হাজার কম। গত তিন বছরের মধ্যে এটি সর্বনিম্ন সংখ্যক পরীক্ষার্থী।
৯টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সাধারণ শিক্ষা বোর্ডে ১০ লাখ ৫৫ হাজারের বেশি, মাদ্রাসা বোর্ডে ৮৬ হাজারের বেশি এবং কারিগরি বোর্ডে ১ লাখ ৯ হাজারের বেশি পরীক্ষার্থী অংশ নিচ্ছে।
তবে দুই বছর আগে এসএসসি পাস করে একাদশ শ্রেণিতে ভর্তি হলেও এবার ৪ লাখ ২৫ হাজারের বেশি শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে না।
সারা দেশে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা নির্বিঘ্ন করতে ১৫ আগস্ট পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
এ ছাড়া জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) জানিয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা পূর্ণাঙ্গ পাঠ্যসূচি, পূর্ণ সময় ও পূর্ণ নম্বর অনুযায়ী অনুষ্ঠিত হবে।