বলিউডের আলোচিত জুটি কারিনা কাপুর ও অর্জুন রামপাল আবারও খবরের শিরোনামে। একসময় পর্দায় তাদের রোমান্টিক কেমিস্ট্রি দর্শকরা বেশ উপভোগ করতেন। ২০১২ সালে মধুর ভান্ডারকর পরিচালিত ‘হিরোইন’ সিনেমায় প্রথমবার জুটি বাঁধেন তারা। যদিও ছবির কাহিনিতে তাদের মিলন ঘটেনি, তবুও অন্তরঙ্গ দৃশ্যগুলো দর্শকের মনে গেঁথে ছিল।
সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সেই দৃশ্যগুলোর স্মৃতিচারণ করেন অর্জুন রামপাল। বলেছিলেন, ‘কারিনার সঙ্গে পর্দায় অন্তরঙ্গ হতে ভালো লেগেছে। এখনও মনে পড়ে তার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যগুলোতে অভিনয় করার কথা।’ আর এতেই শুরু হয় সমালোচনার ঝড়।
অনেকেই তার মন্তব্যকে অদ্ভুত ও অপেশাদার হিসেবে আখ্যা দিয়েছেন। এক নেটিজেন রেডিটে লিখেছেন, “অর্জুনের এই মন্তব্য অদ্ভুত এবং অপেশাদার।” আরেকজনের মতে, “সেই সময় হয়তো এমন মন্তব্য করা স্বাভাবিক ছিল।” তবে কেউ কেউ মনে করছেন, অভিনেতা আসলে ভুলভাবে ব্যাখ্যা দিয়েছেন।
উল্লেখ্য, ‘হিরোইন’-এ কারিনা ও অর্জুন ছাড়াও অভিনয় করেছিলেন রণদীপ হুদা, মুগ্ধা গডসে ও দিব্যা দত্ত। ছবির গল্প আবর্তিত হয়েছিল মাহি (কারিনা কাপুর) নামের এক অভিনেত্রীকে ঘিরে, যিনি প্রেমে ও ক্যারিয়ারে ধাক্কা খেয়ে জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করেন। আর সেখানে নতুন সঙ্গী হিসেবে আসেন অর্জুন রামপাল।