গত ৭ আগষ্ট রাতে রাজধানীর মোহাম্মদপুরে ডাকাতি ঠেকানোর জন্য সর্বস্তরের মানুষ রাস্তায় নেমে আসে। তারা রাতভর বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে জায়গায় জায়গায় পাহারা দিতে থাকে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে। মধ্যরাতে টহল দেয়ার সময় দুই পাহারাদার গ্রুপ মুখোমুখি হয়ে যায়। অন্ধকারে একে অন্যকে চিনতে না পারায় উভয় দলই অপরপাশের দলকে ডাকাত মনে করে। ফলে এক দল তাদের ধাওয়া দেয়। ধাওয়া খেয়ে কিছুদুর এগিয়ে তারাও উল্টো অন্য দলকে ডাকাত ডাকাত বলে ধাওয়া দেয়।
একসময় দুই গ্রুপ মুখোমুখি হয়ে মারামারিতে উদ্যত হলে একে অন্যের ভুল বুঝতে পেরে এক মজার পরিবেশের সৃষ্টি হয়।