২২ তারিখ রাত ৯.৩০ মিনিটে ইতিহাদ স্ট্যাডিয়ামে মুখোমুখি হয় প্রিমিয়ার লীগের দুই পরাশক্তি গারদিওয়ালার ম্যান সিটি ও আরতেতার আর্সেনাল । দু দলই নিজেদের সেরা ও শক্তিশালি একাদশ নিয়ে মাঠে নামলেও ম্যানসিটির একাদশে ইঞ্জুরির কারনে দলের বাহিরে ছিলো কেভিন ডি ব্রুইনা । ম্যাচের ৯ মিনিটে স্যাভিনহোর এসিস্টে হাল্যান্ডের গোলে এগিয়ে যায় ম্যানসিটি।
১-০ ব্যাবধান বেশিক্ষন ধরে রাখতে পারেনি ম্যান সিটি।ম্যাচের ২২ মিনিটে গাব্রিয়েল মারটিনেল্লির এসিস্টে গোল করে আর্সেনাল কে ম্যাচে ফিরায় ক্যালাফিওরী।এবং একের পর এক আক্রমন চালিয়ে ম্যান সিটি্র রক্ষনভাগের পরীক্ষা নেয় আর্সেনাল। প্রথমার্ধে শেষ মিনিটে গাব্রিয়েলের হেডে ২-১ ব্যাবধানে এগিয়ে যায় আর্সেনাল। এর কিছু সেকেন্দ পরই সিলভা কে ফাউল করে লাল কার্ড দেখে ট্রুযারড । আর্সেনাল ১০ জনের দলে পরিনত হয় । দ্বিতীয়ার্ধে আক্রমন পাল্টা আক্রমন চালায় সিটি ও আর্সেনাল । কিন্তু এক টা সময় ফুল ডিফেন্সিভ মূডে চলে যায় আর্সেনাল । ৭৮ মিনিটে সাব হয়ে নামা জন স্টোন্স এর অতিরিক্ত সময়ে গোল করে ম্যান সিটি কে ম্যাচে ফেরায় । ফলে ২-২ গোলে ম্যাচ ড্র হয়। দু দলই মযাচের পয়েন্ট ভাগাভাগি করে খুশি থাকতে হয়।
একটি অ্যাকাউন্ট তৈরি করুন
স্বাগতম! একটি অ্যাকাউন্টের জন্য নিবন্ধন করুন
একটি পাসওয়ার্ড আপনার ইমেলে পাঠানো হবে।
পাসওয়ার্ড পুনরুদ্ধার
আপনার পাসওয়ার্ড পুনরুদ্ধার করুন
একটি পাসওয়ার্ড আপনার ইমেলে পাঠানো হবে।