Sunday, August 24, 2025
প্রধান পাতাবিনোদনআমি যে কতটা রোমান্টিক, দর্শক এটা বুঝতে পারছেন না

আমি যে কতটা রোমান্টিক, দর্শক এটা বুঝতে পারছেন না

ঈদুল আজহায় একমাত্র নারীপ্রধান ছবি ছিল এশা মার্ডার: কর্মফল। সিনেমাটি মুক্তির ২২ দিন পরও প্রথম দিনের মতোই বিভিন্ন সিনেমা হলে ছুটছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তাঁর কাছ থেকে সিনেমাটির শুটিং ও অন্যান্য ব্যস্ততার কথা শুনলেন মনজুরুল আলম

কান চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল শাখায় মনোনয়ন পাওয়া বাংলাদেশের প্রথম সিনেমা রেহানা দিয়ে আলোচনায় আসেন বাঁধন। সিনেমাটি দিয়ে এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রীর পুরস্কার জেতেন। এরপর কোন সিনেমায় নাম লেখাবেন, সেটা নিয়ে দোটানায় পড়ে যান। একসময় মনে হয়, এই প্রাপ্তি বোঝা না হোক। সেটাকে কাঁধে নিয়েই নিজেকে নতুন করে আবিষ্কার করতে হবে। বাঁধনের মতে, ‘আরেকটি অর্জনের জন্য কি আরও ৫০ বছর অপেক্ষা করব? প্রাপ্তির জায়গায় প্রাপ্তি রেখে আমি ক্যারিয়ার এগিয়ে নিতে চাই। আমাকে কাজ করে যেতে হবে।’

চরিত্র যখন বাস্তবের কাছে
প্রথমবার পুলিশের গোয়েন্দা কর্মকর্তা হয়েছেন বাঁধন। চেয়েছিলেন এমন এক পুলিশ কর্মকর্তা হতে, যার মধ্যে নায়কোচিত কোনো কিছু থাকবে না। যে হবে রক্তে–মাংসে সাধারণ মানুষের মতো। এ জন্য পরিচালক সানী সানোয়ারকে কৃতিত্ব দিলেন বাঁধন। লিনা চরিত্রের পেছনের কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘অনেক দিন নারী পুলিশ কর্মকর্তাদের সঙ্গে থেকেছি। তাঁরা কীভাবে কথা বলেন, হাঁটাচলা করেন, কোন ঘটনার কী এক্সপ্রেশন দেন, কাছ থেকে দেখেছি। এগুলোই আমাকে শক্তি দিয়েছে। যে কারণে পুলিশ চরিত্রে রীনা দর্শকদের কাছ থেকে সহমর্মিতা পাচ্ছে।’

চরিত্রে বাস্তব জীবনের ট্রমা
পেশাগত ও ব্যক্তিগত জীবনে নানা রকম ট্রমার কথা বিভিন্ন সময় বাঁধন প্রকাশ করেছেন। ক্যারিয়ার শুরু করার পর বারবার দ্বিধায় মধ্যে পড়েছেন। বিভিন্ন সময় অন্যদের খুশি করার চেষ্টায় সময় নষ্ট হয়েছে। তাঁর প্রতি অন্যায় হলেও চুপ থেকেছেন। বিচ্ছেদ ঘিরেও জটিলতার মুখোমুখি হয়েছেন। তবে এগুলো থেকেই একসময় ঘুরে দাঁড়ানোর পথ খুঁজেছেন। তিনি বলেন, ‘ট্রমা ছাড়া সমাজে দু–চারটা মেয়েও পাওয়া যাবে না। কোনো না কোনোভাবে আমাদের সমাজের প্রায় সব মেয়েই পরিবার, শিক্ষক, আত্মীয়স্বজন বা অন্যদের দ্বারা ট্রমায় পড়েছেন। আমিও তেমনই একজন, আমিও ট্রমায় ছিলাম। বাস্তব জীবনের ট্রমা এবার সিনেমার চরিত্র গঠনে কাজে লাগিয়েছি। শিল্পীজীবনের ক্রাইসিস আমাকে সমৃদ্ধ করেছে। সেগুলো দিয়ে রীনা চরিত্রটি অনুভব করতে সুবিধা হয়েছে।’

রেহানা থেকে লিনা
দর্শনগত জায়গায় রেহানা মরিয়ম নূর সিনেমার রেহানা আর এশা মার্ডার সিনেমার লিনার অনেক মিল। বাঁধন বললেন, এটা ইচ্ছাকৃত নয়। তিনি জানান, নৈতিক জায়গা থেকে অনেকটা মিল হলেও লিনা চরিত্রের বৈচিত্র্য তাঁকে মুগ্ধ করেছে। দুটি চরিত্রই নারী দর্শকেরা পছন্দ করেছেন। এমনকি নিজের সঙ্গে যোগসূত্র খুঁজে পেয়েছেন। ‘২২ দিন ধরে টানা হলে যাচ্ছি। যাঁরাই সিনেমা দেখে বের হচ্ছেন, তাঁরাই বলছেন, চরিত্রটি অনেক সাহসী। বুঝতে পারি এটা নারীদের হয়ে কথা বলে। আবার পুরুষ দর্শকেরা বলছেন, আমার বাস্তব জীবনের মতোই চরিত্রটি। জুলাই গণ-অভ্যুত্থানে আমার অংশগ্রহণ, ভূমিকা যা দেখেছেন, সেগুলোর সঙ্গে মিলিয়ে প্রশংসা করেন। এটা অদ্ভুত অভিজ্ঞতা,’ বলেন বাঁধন।

‘আমি কিন্তু রোমান্টিক’
কখনো শিক্ষক, কখনো পুলিশের প্রতিবাদী নারী চরিত্রে দেখা গেলেও নিজেকে ভিন্নভাবে পর্দায় দেখতে চান এই অভিনেত্রী। কারণ হিসেবে জানালেন, বেশির ভাগ দর্শকই নাকি মনে করেন বাঁধন প্রতিবাদী ও ভিন্ন ধরনের গল্পে অভিনয় করেন। এই ট্যাগ তিনি ভাঙতে চান। ‘নেগেটিভ চরিত্রে অভিনয় করার আমার খুব ইচ্ছা। আবার রোমান্টিক, হরর, অ্যাকশন—এসব গল্পও করতে চাই। আমি কতটা রোমান্টিক, এটা দর্শক বুঝতে পারছেন না। আমি কিন্তু অনেক রোমান্টিক। সেই গল্পও করব,’ বলেন বাঁধন। রোমান্টিক ও অ্যাকশন সিনেমার জন্য রায়হান রাফীর সঙ্গে কাজ করতে চান।

হুমায়ূন আহমেদের পরে নুহাশ
বাঁধনের কমেডি গল্পে অভিনয় করার ইচ্ছা দীর্ঘদিনের। এই কমেডি স্যাটায়ার সিনেমার জন্য তাঁর ইচ্ছা ছিল হুমায়ূন আহমেদের নির্মাণে কাজ করা। কারণ, তিনি কখনোই জোর করে হাসানোর চেষ্টা করেননি। জনপ্রিয় এই নির্মাতার প্রয়াণের পরে নুহাশ হুমায়ূনের কমেডি, হরর ও স্যাটায়ার কাজগুলো দেখে অবাক হয়েছেন বাঁধন। ‘আমি নুহাশের কাজের ভক্ত। এত সুন্দর করে সে গল্প বলে, সেখানে জোর করে হাসানো নাই, ভয় দেখানো নাই। আমি অবশ্যই বলব, নুহাশের কাজে অভিনয় করতে চাই।’

নতুন সিনেমা
বাঁধনকে এবার উপজেলা নির্বাহী কর্মকর্তার চরিত্রে দেখা যাবে। মাস্টার নামের এই সিনেমাটি পরিচালনা করেছেন রেজওয়ান শাহরিয়ার। এ বছরই সিনেমাটি মুক্তি পাবে। ব্যস্ততা নিয়ে তিনি বলেন, ‘এখনো ঈদের সিনেমার প্রচারণায় আছি। দর্শক নারীপ্রধান একটি চরিত্রকে এতটা আগ্রহের সঙ্গে নেবেন, সেটা অপ্রত্যাশিত ছিল। সিনেমাটি নিয়ে আরও সময় দিতে চাই। এ ছাড়া নিজ উদ্যোগেই ফাইটিং শিখছি। প্রস্তুতিটা নিয়ে রাখছি। সময় হলে কাজে লাগাব। আর আমার কাজ নিয়ে তাড়াহুড়া নেই। আফসোস নেই। রেহানা করেছি, বিশাল ভরদ্বাজের খুফিয়া করেছি, এশা মার্ডার করলাম। ভালো চরিত্রের প্রস্তাব পাচ্ছি, দর্শকদের ভালোবাসা পাচ্ছি। একজীবনে এর বেশি আর কি লাগে।’

আরও পড়ুন

সর্বশেষ