Friday, July 11, 2025
প্রধান পাতাবাংলাদেশনির্বাচনে আর ইভিএমের ব্যবহার নয়, পোস্টাল ব্যালটে প্রবাসীদের ভোট

নির্বাচনে আর ইভিএমের ব্যবহার নয়, পোস্টাল ব্যালটে প্রবাসীদের ভোট

ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) আর কোনো নির্বাচনে ব্যবহার করা হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা করা হবে।

আজ বৃহস্পতিবার অষ্টম কমিশন সভা শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের এই তথ্য জানান।

তিনি বলেন, প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালটে ভোট হবে, আগে যেমন ব্যালট পাঠানো হতো।

আইটি সাপোর্ট এবং আগেই অনলাইনে নিবন্ধন করতে হবে।

 

এদিকে নির্বাচন ভবনে আয়োজিত ব্রিফিংয়ে নিবাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, শুধু জাতীয় নয়, স্থানীয় সরকারের ভোটেও আর ইভিএম ব্যবহার হবে না।

জুলাইয়ের শেষে আগস্টের শুরুতে প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বলেও জানিয়েছেন তিনি।

তিনি জানান, প্রবাসীদের ভোট দিতে রেজিস্ট্রেশন প্রক্রিয়ার জন্য আলাদা প্রকল্প হচ্ছে কমিশনে।

পোস্টাল ব্যালটে খরচ ধরা হয়েছে ৪৮ কোটি টাকা।
আরও পড়ুন

সর্বশেষ