Sunday, July 6, 2025
প্রধান পাতাবাংলাদেশ৫ আগস্ট ‘জুলাই গণ–অভ্যুত্থান দিবস’ ও ৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ ঘোষণা

৫ আগস্ট ‘জুলাই গণ–অভ্যুত্থান দিবস’ ও ৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ ঘোষণা

ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের দিন ৫ আগস্টকে ‘জুলাই গণ–অভ্যুত্থান দিবস’ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। একইসঙ্গে, সরকার গঠনের দিন ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ এবং আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের মৃত্যু দিবস ১৬ জুলাইকে ‘শহীদ আবু সাঈদ দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছে।

আজ বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ–সংক্রান্ত পরিপত্র জারি করা হয়। সরকারের তথ্য বিবরণীতে জানানো হয়, প্রতিবছর যথাযথ মর্যাদায় এসব দিবস পালনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে।

তিনটি দিবসের মধ্যে ৫ আগস্ট ‘জুলাই গণ–অভ্যুত্থান দিবস’কে ‘ক’ শ্রেণিভুক্ত এবং ‘নতুন বাংলাদেশ দিবস’ ও ‘শহীদ আবু সাঈদ দিবস’কে ‘খ’ শ্রেণিভুক্ত হিসেবে নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, সরকারি চাকরিতে প্রচলিত কোটা সংস্কারের দাবিতে গত বছরের জুলাই মাসে ছাত্র–জনতা এক অভূতপূর্ব আন্দোলন শুরু করে। আন্দোলনের শুরুতেই ১৬ জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হন। তাঁকে ‘জুলাই গণ–অভ্যুত্থানের প্রথম শহীদ’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

এই আন্দোলনের ধারাবাহিকতায় ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পদত্যাগ করতে বাধ্য হয় এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। পরবর্তীতে ৮ আগস্ট নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়।

সরকার বলেছে, এই দিবসগুলো জাতির গণতান্ত্রিক চেতনা, ত্যাগ ও নতুন বাংলাদেশের সূচনার ইতিহাস বহন করে, যা ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

আরও পড়ুন

সর্বশেষ