Sunday, August 24, 2025
প্রধান পাতাবিনোদনবাবা হতে চলেছেন নোবেল? কারাগারে বিয়ের পর পেলেন জামিন

বাবা হতে চলেছেন নোবেল? কারাগারে বিয়ের পর পেলেন জামিন

ধর্ষণ ও মারধরের মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা অবস্থায়ই বিয়ে সম্পন্ন করেছেন আলোচিত গায় ক মঈনুল আহসান নোবেল। ১৯ জুন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে তার বিয়ে হয় মামলার বাদী ইসরাত জাহান প্রিয়ার সঙ্গে। দেনমোহর ধার্য করা হয় ১০ লাখ টাকা। উপস্থিত ছিলেন উভয় পরিবারের চারজন সাক্ষী।

পাঁচ দিনের মধ্যে জামিন পান নোবেল। মঙ্গলবার (২৪ জুন) ঢাকার মহানগর হাকিম মেহেরা মাহাবুব শুনানি শেষে জামিনের আদেশ দেন। জামিনের সময় আদালতে প্রিয়ার উপস্থিতি ও দুজনের হাসিমুখে একসঙ্গে থাকা আলোচনায় আসে। আইনজীবীরা জানান, এটি ছিল একটি ভুল বোঝাবুঝি এবং সব কিছু মীমাংসা হয়েছে।

জামিনের পর প্রিয়া জানান, শিগগিরই তাদের সংসারে নতুন অতিথি আসছে। যদিও সন্তান বিষয়টি নিয়ে নোবেল বা প্রিয়া এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা করেননি।

আদালত চত্বরে দুজনের একসঙ্গে থাকা, হাত ধরে থাকা এবং পরস্পরের প্রতি আশ্বাসময় দৃষ্টি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিতর্কের মধ্যেও এখন সবাই আলোচনা করছেন—নোবেল বাবা হতে চলেছেন এবং জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন।

এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিশাল আলোচনার ঝড় উঠেছে।

আরও পড়ুন

সর্বশেষ