Sunday, July 6, 2025
প্রধান পাতাঅন্যান্যসোনারগাঁয়ে চাঁদা না পেয়ে সৌদি প্রবাসীকে হত্যার হুমকি, অস্ত্রধারী বিএনপি নেতা গ্রেফতার

সোনারগাঁয়ে চাঁদা না পেয়ে সৌদি প্রবাসীকে হত্যার হুমকি, অস্ত্রধারী বিএনপি নেতা গ্রেফতার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক সৌদি প্রবাসীর কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা না পেয়ে মারধর ও হত্যার হুমকির অভিযোগে অস্ত্রধারী এক বিএনপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি সাদিপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান ভূঁইয়া।

পুলিশ জানায়, রোববার (২৩ জুন) দিবাগত রাতে উপজেলার আমগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে, প্রবাসী সোহরাব হোসেন অভিযোগ করেন—তিনি তার বাড়ির পাশে একটি পুকুরে মাছ চাষ শুরু করলে স্থানীয় বিএনপি নেতা শাহজাহান ভূঁইয়া ও তার সহযোগীরা ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে রোববার দুপুরে শাহজাহান ভূঁইয়ার নেতৃত্বে ১০-১২ জনের একটি দল সোহরাব হোসেনকে মারধর করে এবং শাহজাহান বন্দুক তাক করে গুলি করার হুমকি দেয়।

এ সময় ভুক্তভোগীর স্ত্রী ফাহমিদা পারভীন তাকে রক্ষা করতে গেলে তাকেও মারধর করা হয়। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

পরে প্রবাসী সোহরাব হোসেন সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত বিএনপি নেতাকে গ্রেফতার করে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান জানান, শাহজাহান ভূঁইয়াকে গ্রেফতার করা হয়েছে এবং তার ব্যবহৃত লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্রটি জব্দের প্রক্রিয়া চলছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ