Wednesday, August 6, 2025
প্রধান পাতাআন্তর্জাতিকগাজায় আরও একটি ভয়াবহ দিন, নিহত ৯৪

গাজায় আরও একটি ভয়াবহ দিন, নিহত ৯৪

ফিলিস্তিনের গাজাবাসী আরও একটি ভয়াবহ দিন পার করল। সোমবার দিনভর ইসরায়েলি বাহিনীর উপত্যকাজুড়ে গোলাবর্ষণ করেছে। এতে নিহত হয়েছেন অন্তত ৯৪ জন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ৪৩৯ জন।

এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর আনাদোলু এজেন্সির।

বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, আহত-নিহত অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। প্রয়োজনীয় সরঞ্জাম ও লোকবলের অভাবে তাদের উদ্ধার করা সম্ভব হচ্ছে না। তাই প্রকৃত সংখ্যা অজানা। এ ছাড়া গুরুতর আহত অনেকে মৃত্যুর সঙ্গে লড়ছেন। ফলে নিহতের সংখ্যা বাড়তে পারে।

আরও বলা হয়েছে, সোমবার গাজার বিভিন্ন এলাকায় ত্রাণ নিতে এসে নিহত হয়েছেন ২৯ জন ফিলিস্তিনি। এ সময় আহত হয়েছেন আরও ৩০০ জন। ত্রাণপ্রার্থীদের ওপর হামলা বন্ধে আন্তর্জাতিক কোনো চাপ আমলে নিচ্ছে না ইসরায়েল।

এদিকে উপত্যকাটিতে খাদ্য সহায়তা প্রদানের আন্তর্জাতিক প্রচেষ্টায় যোগ দিয়েছে কানাডা । দেশটি ১০ টনেরও বেশি মানবিক সহায়তা আকাশ থেকে ফেলেছে ।

সোমবার (৪ আগস্ট) কানাডিয়ান সরকার এক বিবৃতিতে জানিয়েছে, কানাডিয়ান সশস্ত্র বাহিনী গাজা উপত্যকায় ‘গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার’ সহায়তায় গুরুত্বপূর্ণ মানবিক সহায়তা বিমান থেকে ফেলেছে। এ জন্য একটি ‘CC-130J’ হারকিউলিস বিমান ব্যবহার করেছে তারা। বিমান থেকে ফেলা সাহায্যে গাজাবাসীর খাদ্যের অভাব কমাতে সহায়তা করবে বলে আশা করছে সরকার।

আরও পড়ুন

সর্বশেষ