Thursday, November 7, 2024
প্রধান পাতাবিনোদনষোলো দিন পর আন্দোলন নিয়ে বললেন শাকিব খান

ষোলো দিন পর আন্দোলন নিয়ে বললেন শাকিব খান

এক দফা দাবি উত্থাপন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা। এর আধঘণ্টা পর একটি ছবি পোস্ট করেছেন ঢালিউড তারকা শাকিব খান। ছবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হওয়া প্রতিবাদী হাজারো মানুষকে দেখা যাচ্ছে। ওই পোস্টে বাংলাদেশের পতাকার একটি স্টিকারও যোগ করেছেন এই অভিনেতা। এই পোস্টের মাধ্যমে প্রায় ষোলো দিন পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মুখ ফেরালেন বিদেশে অবস্থান করা এই তারকা।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর গুলির ঘটনা নিয়ে ৪৩ শব্দে একটি পোস্ট দিয়েছিলেন শাকিব খান। সেখানে তিনি লিখেছিলেন, ‘আমার প্রাণের বাংলাদেশ এভাবে রক্তাক্ত হতে পারে না। কারো মা-বাবার বুক এভাবে খালি হতে পারে না। আপনারা যারা অভিভাবক পর্যায়ে আছেন, তাদের কাছে অনুরোধ রইলো, এখনই আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলে এই সংকটের যৌক্তিক সমাধান বের করুন। সব ধরনের সংঘাতের সমাপ্তি চাই।’ এরপর থেকে তিনি ছিলেন নিশ্চুপ। ঢালিউডের অনেক তারকা পথে নেমে ও ফেসবুকে প্রতিবাদ জানালেও তিনি যেন অপেক্ষা করছিলেন ‘যৌক্তিক সমাধানের’।

শাকিব পোস্ট করার পর ভক্তরা তাকে সাধুবাদ জানাতে শুরু করেন। মুহূর্তে শত শত শেয়ার, প্রতিক্রিয়া ও মন্তব্যে ভরে যায় পোস্টটি। ভক্তদের মধ্যে অনেকে মন্তব্য করে জানতে চান, ‘ভাই, আপনি কই?’ কেউ কেউ লিখেছেন, ‘অবশেষে আপনার ফেসবুক পেজ থেকে পোস্ট পেয়ে ভালো লাগলো।’ একটি আইডি লাভ ইমোজি দিয়ে লিখেছেন, ‘অবশেষে খান সাহেব এসেছে।’ 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে বৃহস্পতিবার (১ আগস্ট) সকাল থেকে ঢাকার ফার্মগেটে অবস্থান নিয়েছিলেন চলচ্চিত্র, আলোকচিত্র, থিয়েটার, গণমাধ্যমসহ দৃশ্যমাধ্যমের বিভিন্ন শাখার শিল্পী ও কর্মীরা। অন্যদিকে ‘তুফান’ মুক্তির কিছুদিন পরই দুবাই চলে যান শাকিব খান। পবিত্র ঈদুল আজহায় মুক্তি পায় শাকিব খান অভিনীত ‘তুফান’। বিপুল জনপ্রিয়তা ছবিটি।

আরও পড়ুন

সর্বশেষ