সরকারের ইচ্ছা থাকলেও এখন থেকে দেশে ইন্টারনেট বন্ধ করার ক্ষমতা থাকবে না। পাশাপাশি, ন্যাশনাল টেলিকমিউনিকেশন্স মনিটরিং সেন্টার (এনটিএমসি) বিলুপ্ত করে টেলিফোনে আড়িপাতা কার্যক্রমের জন্য ‘সেন্টার ফর ইনফরমেশন সাপোর্ট’ (সিআইএস) নামে একটি নতুন আধা-বিচারিক সংস্থা গঠন করা হবে।
এ ধারা সহ ‘বাংলাদেশ টেলিযোগাযোগ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে গতকাল রাজধানীর তেজগাঁওয়ে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশোধনীর মাধ্যমে টেলিযোগাযোগ সেবার মান বৃদ্ধি, রেগুলেশন ও রাষ্ট্রের নজরদারি কাঠামোয় গঠনমূলক পরিবর্তন আনা হয়েছে। এনটিএমসির পরিবর্তে গঠিত সিআইএস আধা-বিচারিক কাউন্সিলের অনুমোদন নিয়ে আড়িপাতার কার্যক্রম পরিচালনা করবে।
আইন অনুযায়ী, ইন্টারনেট বা টেলিযোগাযোগ সেবা কখনও বন্ধ করা যাবে না। বিটিআরসির স্বাধীনতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হয়েছে এবং জাতীয় গুরুত্বপূর্ণ কিছু লাইসেন্স মন্ত্রণালয়ের স্বাধীন স্টাডির ভিত্তিতে অনুমোদনের দায়িত্বপ্রাপ্ত হবে, বাকিগুলো বিটিআরসির কাছে ফিরে এসেছে।
এছাড়া, নতুন আইনে ব্যক্তিগত তথ্য সুরক্ষা, সিম ও ডিভাইস রেজিস্ট্রেশন সংক্রান্ত নজরদারি, স্পিচ অফেন্স ও সাইবার সুরক্ষা সংক্রান্ত বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। সিআইএস কেবল কারিগরি ও তদারকিমূলক সহায়তা প্রদান করবে, নিজে কোনো আড়িপাতার কাজ পরিচালনা করতে পারবে না।
তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা সংশোধনীগুলোকে জনগণের স্বার্থে এবং আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে ইতিবাচক উল্লেখ করেছেন।



