Thursday, November 7, 2024
প্রধান পাতাবাংলাদেশবারবার কেন ভারতের পানিতে ভুগছে বাংলাদেশ?

বারবার কেন ভারতের পানিতে ভুগছে বাংলাদেশ?

কয়েক দিনের টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে প্রতিবেশী দেশ ভারতের ত্রিপুরা রাজ্যে। এই পরিস্থিতিতে ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দিয়েছে কর্তৃপক্ষ, ফলে বিপুল পরিমাণ পানি হুহু করে বাংলাদেশে প্রবেশ করছে। জানা গেছে, ত্রিপুরার চারটি নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে প্রবাহিত হচ্ছে, যা ত্রিপুরার ভেতর দিয়ে হাওড়া নদী হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এর ফলে কুমিল্লা, নোয়াখালী, ফেনীসহ কয়েকটি জেলা প্লাবিত হয়েছে।

বন্যার জোয়ারে ভেসে যাচ্ছে সবকিছু; জনজীবন বিপর্যস্ত, ফসলি জমি তলিয়ে গেছে, এবং জানমালের ব্যাপক ক্ষতি হয়েছে। ইতোমধ্যে স্থানীয়রা সাহায্যের আবেদন জানিয়েছেন। এর আগে ১৯৯৩ সালেও একই বাঁধ খুলে দেওয়া হয়েছিল, যা বাংলাদেশসহ ভারতের ত্রিপুরা রাজ্যেও ব্যাপক ক্ষতির কারণ হয়েছিল।

ত্রিপুরার গোমতি জেলার ম্যাজিস্ট্রেট তার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে সতর্ক করেছেন যে, গোমতি নদীর পানি আরও বাড়তে পারে। ভৌগোলিক কারণে দক্ষিণ এশিয়ার অন্যতম নিম্নভূমির দেশ বাংলাদেশ সবসময়ই বন্যার ঝুঁকিতে থাকে। এখানকার ভূপৃষ্ঠের গড় উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র ১০ মিটার বা প্রায় ৩৩ ফুট। অন্যদিকে, ভারতের সীমান্তবর্তী অঞ্চলের উচ্চতা বাংলাদেশের তুলনায় অনেক বেশি।

স্বাভাবিক নিয়ম অনুযায়ী, পানি উঁচু এলাকা থেকে নিচু ভূমিতে প্রবাহিত হয়, যা ভারতের উঁচু এলাকা থেকে বাংলাদেশে পানি প্রবেশের পথ তৈরি করে। তবে, উচ্চতার এই বৈষম্যে ক্ষতিগ্রস্ত হয় ভারতও। যদিও ভারতের গড় উচ্চতা ২০০০ ফুটের সামান্য বেশি, পাশের দেশ ভুটানের উচ্চতা প্রায় ৩২০০ মিটার। ভুটানে ভারী বৃষ্টিপাত হলে এর প্রভাব ভারতের ওপরও পড়ে, যা ত্রিপুরার বন্যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।

এই প্রাকৃতিক বিপর্যয়ের ফলে, ভারত ও বাংলাদেশ উভয়েই এখন বন্যার প্রভাব মোকাবিলায় সংগ্রাম করছে, যা ভৌগোলিক উচ্চতার বৈষম্যের কারণে আরও কঠিন হয়ে পড়েছে।

আরও পড়ুন

সর্বশেষ