Thursday, November 7, 2024
প্রধান পাতাবাংলাদেশসীমান্তে কাঁটাতারের বেড়া দিতে গিয়ে বিজিবির বাধার মুখে বিএসএফ

সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে গিয়ে বিজিবির বাধার মুখে বিএসএফ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে গিয়ে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) এর বাধার সম্মুখীন হয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল রাতে হাড়িপাড়া সীমান্তে প্রধান পিলার ডিএমপি ৮-এর ২৩ থেকে ২৮ নম্বর পিলারের শূন্যরেখায় কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা চালায় বিএসএফ। আন্তর্জাতিক সীমান্ত আইন অনুযায়ী শূন্যরেখা থেকে ১৫০ গজের মধ্যে কোন স্থাপনা নির্মাণ নিষিদ্ধ হলেও বিএসএফ এই আইন উপেক্ষা করে কাজ শুরু করে।

বিজিবি সদস্যরা বিষয়টি নজরে আসার সাথে সাথেই বিএসএফকে কাজ বন্ধ করতে বাধ্য করে। তবে, সীমান্তে ভারী অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান নেয় বিএসএফ সদস্যরা। সীমান্তের এ পরিস্থিতিতে বিজিবিও অতিরিক্ত সদস্য মোতায়েন করে। বর্তমানে দুই দেশের সীমান্তে কিছুটা উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে।

সীমান্তে উদ্ভূত এ পরিস্থিতি মোকাবিলায় উভয় দেশের ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকের পরে কাজ বন্ধ রয়েছে এবং দহগ্রাম ইউনিয়নবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। অপরদিকে, ভারতীয় রাণীনগর বিএসএফ ব্যাটালিয়নের সদস্যরা সীমান্ত এলাকায় টহল দিচ্ছেন।

সীমান্তের পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক থাকলেও, স্থানীয়দের মাঝে কিছুটা অস্থিরতা বিরাজ করছে।

আরও পড়ুন

সর্বশেষ