Sunday, July 6, 2025
প্রধান পাতাবাংলাদেশব্যাগবন্দি লাশসহ দুই নারীর আটক হওয়ার ঘটনাটি বাংলাদেশের নয়, ভারতের

ব্যাগবন্দি লাশসহ দুই নারীর আটক হওয়ার ঘটনাটি বাংলাদেশের নয়, ভারতের

সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু অনলাইন প্ল্যাটফর্মে ছড়ানো (লিঙ্ক: https://www.facebook.com/watch/?v=1317500026129782, https://www.facebook.com/watch/?v=1134408131799847) থেকে বাগবাজার ঘাট নামক এলাকায় ব্যাগে করে লাশ ফেলতে এসে দুইজন নারী জনতার হাতে ধরা পড়েছেন এবং পরবর্তীতে উপস্থিত জনতা তাদেরকে পুলিশের কাছে সমর্পণ করেছেন শীর্ষক দাবিতে একটি ভিডিও ভাইরাল করা হয়েছে । 

ওপেন সোর্স অনুসন্ধানে জানা গেছে, ব্যাগে করে লাশ ফেলে দেওয়ার সময় দুই নারী ধরা পড়ার ঘটনাটি বাংলাদেশের নয়। প্রকৃতপক্ষে, এই ভিডিওটি সম্প্রতি কলকাতার কুমারটুলী ঘাট এলাকার একটি ঘটনা থেকে ধারণ করা হয়েছে। সেখানে মা-মেয়ে একটি ট্রলিতে মৃতদেহ নিয়ে গঙ্গার ঘাটে ফেলে দেওয়ার চেষ্টা করছিলেন, এবং তাদের আটক করা হয়। দাবিটির বিষয়ে অনুসন্ধান করে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ২৫ ফেব্রুয়ারি Kuheli Gutta নামের একটি ভারতীয় এক্স অ্যাকাউন্টে একই ভিডিওটি (https://x.com/KuheliDutta5/status/1894279271432221014) প্রচারিত হতে দেখা যায়। ভিডিওটির শিরোনামে বলা হয়, ভিডিওটি কলকাতার কুমারটুলি ঘাটে ধারণ করা হয়েছে। পুলিশ এসে ভিডিওতে দেখতে পাওয়া ব্যাগটির তালা ভাঙলে ভেতরে একজন নারীর মরদেহ দেখতে পাওয়া যায়। এছাড়াও পোস্টটিতে জানানো হয়, ব্যাগটি বহণকারী দুই নারী সম্ভবত এটি গঙ্গায় ফেলতে এসেছিলেন। 

পরবর্তীতে উক্ত তথ্যের সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে ভারতীয় গণমাধ্যম Times Now News-এর ওয়েবসাইটে ২৫ ফেব্রুয়ারি “Dead Body In Trolley Bag (https://bengali.timesnownews.com/kolkata/dead-body-in-trolley-bag-found-at-kumortuli-ghat-two-woman-arrested-in-this-case-article-151211359)  কলকাতার গঙ্গার ঘাটে হাড়হিম দৃশ্য! ট্রলির মধ্যে পচা গন্ধ, ব্যাগ খুলতেই চোখ কপালে উঠল সকলের” শীর্ষক শিরোনামে একই ঘটনা নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। সুতরাং, কলকাতার গঙ্গার কুমারটুলি ঘাটে দুইজন নারীকে ব্যাগে মরদেহসহ আটকের ঘটনাকে বাংলাদেশের দাবিতে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।

আরও পড়ুন

সর্বশেষ