Monday, August 4, 2025
প্রধান পাতাবাংলাদেশপ্রতারণার নতুন জাল ‘টাকা পে কার্ড’

প্রতারণার নতুন জাল ‘টাকা পে কার্ড’

অনলাইনে প্রতারণার নতুন এক ফাঁদ তৈরি করা হয়েছে ‘টাকা পে কার্ড’ নামে একটি নামসর্বস্ব ওয়েবসাইট খুলে। takapaycard.com ঠিকানার এ সাইটটি প্রথম দেখায় একটি আধুনিক পেমেন্ট বা কার্ড সেবাদানকারী প্রতিষ্ঠানের মতো মনে হলেও, বাস্তবে এটি পুরোপুরি ভুয়া ও বিভ্রান্তিকর। সাইটটিতে সরকার অনুমোদিত প্রকল্পের পরিচয় দিয়ে সাধারণ মানুষকে নানা সুবিধার প্রলোভন দেখানো হচ্ছে। আর এতে বিভ্রান্ত হয়ে নিজেদের ব্যক্তিগত স্পর্শকাতর নানা তথ্য দিয়ে দিচ্ছে সাধারণ মানুষ। অন্যদিকে বিভিন্ন অফার-ছাড়ের প্রলোভন দিয়ে প্রতারক চক্র হাতিয়ে নিচ্ছে টাকা। এতে আর্থিক ক্ষতির পাশাপাশি নিরাপত্তা ঝুঁকিও তৈরি হচ্ছে। সাইবার নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এ ধরনের প্রতারণা থেকে বাঁচতে সচেতনতা বাড়ানোর বিকল্প নেই।

কালবেলার অনুসন্ধানে দেখা গেছে, ‘টাকা পে কার্ড’ নামের ওয়েবসাইটটিতে ডেবিট বা ক্রেডিট কার্ড, নগদ ছাড়, দ্রুত টাকা লেনদেনের সুবিধাসহ বিভিন্ন প্রলোভন দেখিয়ে মানুষকে আকৃষ্ট করা হচ্ছে। তবে যাচাই করে দেখা গেছে, এসব অফারের কোনো ভিত্তি নেই। ওয়েবসাইটটিতে যেসব তথ্য দেওয়া হয়েছে, তার কোনোটিই নির্ভরযোগ্য নয়। ঠিকানা, ফোন নম্বর ও ইমেইল আইডিও মিথ্যা। এসবের মাধ্যমে ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার আশঙ্কা রয়েছে। সাইটটিতে জাতীয় পরিচয়পত্র, ফোন নম্বর ও ব্যাংক অ্যাকাউন্টের মতো স্পর্শকাতর তথ্য চাওয়া হচ্ছে, যা ব্যবহার করে প্রতারক চক্র আর্থিক জালিয়াতি করতে পারে।

জানতে চাইলে তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ সুমন আহমেদ সাবির বলেন, ‘দেশের মানুষ এখন অনলাইনমুখী। এ জন্য প্রতারকরা অনলাইনে বিভিন্ন কৌশলে প্রতারণা করছে। এর থেকে বাঁচতে হলে প্রতারকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার পাশাপাশি মানুষকে সচেতন করতে হবে। একই সঙ্গে যারা প্রতারিত হয়েছেন তাদের অর্থ ফেরত দেওয়ার ব্যবস্থা করা দরকার।’ এ ছাড়া এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা আরও বাড়ানো উচিত বলে মনে করেন এই তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ‘টাকা পে কার্ড’ নামের ওয়েবসাইটটির কোনো বৈধতা নেই। বাংলাদেশ ব্যাংক কিংবা দেশের কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান এ ধরনের কার্ড অনুমোদন দেয়নি। এমনকি সরকারি কোনো প্রকল্প হিসেবেও এটি স্বীকৃত নয়। যে কারণে এ ধরনের ওয়েবসাইট বা কার্যক্রম থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘টাকা পে কার্ড নামে একটি ওয়েবসাইট অনলাইনে প্রতারণা করছে বলে আমাদের দৃষ্টিগোচর হয়েছে। আমরা সাইটটির বিষয়ে এর মধ্যে ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছি। একই সঙ্গে সবাইকে সতর্ক থাকতে হবে।’

বাংলাদেশ ব্যাংক বলছে, ‘টাকা পে কার্ড’র প্রতারণা ঠেকাতে এর মধ্যে কাজ শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। প্রথম ধাপে ওয়েবসাইটটি বন্ধ করে দিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) চিঠি দেওয়া হবে। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জনগণকে সতর্ক করতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এ ছাড়া সর্বশেষ প্রতারক চক্রের বিরুদ্ধে তদন্ত করতে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কাছে পাঠানো হবে।

বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের প্রতারণামূলক ওয়েবসাইট সম্পর্কে জনসচেতনতা বাড়াতে হবে এবং বাংলাদেশ ব্যাংক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। নয়তো আরও অনেক মানুষ প্রতারণার শিকার হতে পারে।

‘টাকা পে কার্ড’ ওয়েবসাইটটি ঘুরে দেখা যায়, এর মধ্যে সাইটটিতে ১০ লাখ মানুষ রেজিস্ট্রেশন করেছে। শুধু তাই নয়, ভুয়া ওয়েবসাইটটিতে এজেন্ট হতে আবেদন করেছে আরও ৫০ হাজারের বেশি মানুষ।

আরও পড়ুন

সর্বশেষ