Sunday, July 6, 2025
প্রধান পাতাবিনোদনপাইরেসির বিরুদ্ধে দাঁড়িয়ে ‘তাণ্ডব’ সিনেমার সাফল্যে গর্বিত শাকিব খান, অভিযোগ কুচক্রী মহল...

পাইরেসির বিরুদ্ধে দাঁড়িয়ে ‘তাণ্ডব’ সিনেমার সাফল্যে গর্বিত শাকিব খান, অভিযোগ কুচক্রী মহল বাংলাদেশের সিনেমা ধ্বংস করতে চায়

ঢাকা, ২৩ জুন ২০২৫ – এবার ঈদে মুক্তিপ্রাপ্ত মেগাস্টার শাকিব খান অভিনীত চলচ্চিত্র ‘তাণ্ডব’ মুক্তির পর থেকেই দেশজুড়ে দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। তবে সিনেমাটি মুক্তির সঙ্গে সঙ্গেই পাইরেসির শিকার হয়, যা শিল্পী ও নির্মাতাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে শাকিব খান বলেন, পাইরেসির মধ্যেও ‘তাণ্ডব’-এর দর্শক চাহিদা অব্যাহত রয়েছে এবং আরও বেড়েছে। তিনি বলেন, “পাইরেসি হওয়া সত্ত্বেও এই বাজে মহল বোঝাতে চেয়েছিল সিনেমাটি আর চলবে না, কিন্তু ‘তাণ্ডব’-এর ডিমান্ড আরও বেড়ে গেছে। গুলশান থেকে গুলিস্তান পর্যন্ত মানুষ মুগ্ধ হচ্ছে, দেশ-বিদেশে সিনেমাটি তাণ্ডব সৃষ্টি করছে।”

শাকিব খান পাইরেসির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, “বাংলা সিনেমা পুরো দেশের, এটি আমাদের গর্ব। আমাদের সবাইকে মিলে কাজ করতে হবে এবং পাইরেটেড কপিকে ‘না’ বলতে হবে।”

তিনি আরও অভিযোগ করেন, “একটি কুচক্রী মহল সবসময় বাংলাদেশের সিনেমাকে ধ্বংস করতে চায়। আমাদের সিনেমা আজ বিশ্বে সম্মানের সাথে ছড়িয়ে পড়ছে, অথচ কিছু বাজে মহল সেটিকে নষ্ট করার চেষ্টা করছে।” শাকিব বলেন, “সাংস্কৃতিক অগ্রগতিতে যে জাতি উন্নত হয়, আমরা সেই পথে এগোচ্ছি। কিন্তু পাইরেসি দিয়ে আমাদের উদ্যোগকে বাধাগ্রস্ত করা হচ্ছে।”

‘তাণ্ডব’ সিনেমার বিরুদ্ধে এই পাইরেসির ঘটনা পূর্বে ‘বরবাদ’ সিনেমার ক্ষেত্রেও ঘটেছিল বলে শাকিব জানান।

সিনেমা শিল্পের অন্যতম বড় অভিনেতা শাকিব খান এর মাধ্যমে পাইরেসির বিরুদ্ধে কঠোর বার্তা দেন এবং দেশের চলচ্চিত্র শিল্পের উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুন

সর্বশেষ