সিনেমার বাইরে সচরাচর দেখা যায় না শবনম বুবলীকে। এবার তিনি আসছেন ফিল্মি স্টাইলে নির্মিত একটি ড্যান্স নাম্বার গানে। এতে বুবলীর সঙ্গে নাচতে দেখা যাবে শরাফ আহমেদ জীবনকেও।
সম্প্রতি এফডিসিতে বিশাল সেট নির্মাণ করে বিশাল আয়োজনে শুটিং হয়েছে ‘ময়না’ শিরোনামের এ গানের।
আসিফ ইকবালের কথায় এর সুর-সংগীত করেছেন কলকাতার আকাশ সেন। কোনালের সঙ্গে এতে কণ্ঠ দিয়েছেন নিলয় ডি রকস্টার। গান ভিডিওটি নির্মাণ করেছেন তানিম রহমান অংশু।
গানটি ‘গানচিল মিউজিক’-এর নতুন প্রজেক্ট ‘বাংলা অরিজিনালস’-এর প্রথম গান। আগামী ২৪ জুলাই চ্যানেলটির ইউটিউবে উন্মুক্ত হবে এটি।
শবনম বুবলী বলেন, এর আগে সিনেমার অনেক গানে নেচেছি।