Saturday, August 23, 2025
প্রধান পাতাবিনোদনওমরাহ করে ফিরেছেন রইস উদ্দিন, সাক্ষাৎ করতে গেলেন অপু বিশ্বাস

ওমরাহ করে ফিরেছেন রইস উদ্দিন, সাক্ষাৎ করতে গেলেন অপু বিশ্বাস

রাজধানীর উত্তরার দিয়াবাড়ির কোরবানির হাটে জাল টাকা হাতে পেয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন বৃদ্ধ রইস উদ্দিন। সেই হৃদয়বিদারক মুহূর্তে কেঁপে উঠেছিল সারা দেশ, আর সে দুঃখের আঁচ পৌঁছে গিয়েছিল চিত্রনায়িকা অপু বিশ্বাসের হৃদয়েও। ঠিক তখনই মানবিকতার অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করে অপু বিশ্বাস। নিজের খরচে রইস উদ্দিনকে পাঠান ওমরাহ পালনে।

ওমরাহ শেষে দেশে ফিরেছেন রইস উদ্দিন। আর সেই আনন্দ ভাগ করে নিতে মঙ্গলবার (১৯ আগস্ট) ছুটে যান অপু বিশ্বাস নিজেই তার গ্রামে। অপু বিশ্বাসের অফিসিয়াল ফেসবুক আইডি থেকে লাইভ হওয়া ভিডিওতে দেখা যায়, নিজ বাড়ির দরজায় দাঁড়িয়ে প্রিয় নায়িকাকে সাদরে অভ্যর্থনা জানাচ্ছেন রইস উদ্দিন। আশপাশের অসংখ্য মানুষ ছুটে আসেন অপুকে একনজর দেখতে।

লাইভে অপু লিখেন, রইস উদ্দিন চাচার সাথে সাক্ষাৎ। মুহূর্তেই মন্তব্যে ভরে ওঠে লাইভ। কেউ লিখেছেন, ভালোবাসার একটা মানুষ। আরেকজন লিখেছেন, অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। ভালো থাকুন।

অপু বিশ্বাসকে ধন্যবাদ জানিয়ে ভক্তরা মন্তব্য করেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ দিদি। আবার কেউ আবেগঘন দোয়া করে বলেছেন, মাশাল্লাহ, আল্লাহ আমাদের প্রিয় অপু বিশ্বাসের জীবনের সব অশান্তি, বিপদ এই উছিলায় দূর করুক।

প্রসঙ্গত রইস উদ্দিনের কান্না থেকে শুরু করে অপু বিশ্বাসের হাত ধরে ওমরাহ যাত্রা, এই গল্প আজ বাঙালির মানবিকতার উজ্জ্বল প্রতীক হয়ে উঠেছে।

আরও পড়ুন

সর্বশেষ