Thursday, November 7, 2024
প্রধান পাতাআন্তর্জাতিকসংযুক্ত আরব আমিরাতে গ্রেফতার ৫৭ বাংলাদেশী প্রবাসীর মুক্তির নির্দেশ

সংযুক্ত আরব আমিরাতে গ্রেফতার ৫৭ বাংলাদেশী প্রবাসীর মুক্তির নির্দেশ

সংযুক্ত আরব আমিরাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে বিক্ষোভ করার দায়ে গ্রেফতার হওয়া ৫৭ বাংলাদেশী প্রবাসীকে মুক্তির নির্দেশ দেয়া হয়েছে। দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ তাদের শাস্তি মওকুফের নির্দেশ দেন। শাস্তি মওকুফ কার্যকর হওয়ার পর তাদের দেশে ফেরত পাঠানো হবে। গত জুলাই মাসে আরব আমিরাতের বিভিন্ন স্থানে এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়, যেখানে বিক্ষোভ সমাবেশ নিষিদ্ধ হওয়ায় ৫৭ প্রবাসীকে যাবজ্জীবনসহ বিভিন্ন মেয়াদের সাজা দেওয়া হয়। বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর প্মুরবাসীদের ক্তির দাবি ওঠে। দূতাবাসের টেলিফোন আলাপের মাধ্যমে দেশটির সরকারের সাথে যোগাযোগের ফলাফল হিসেবে এই মুক্তি কার্যকর হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ