Sunday, July 6, 2025
প্রধান পাতাঅন্যান্যউপদেষ্টা ও প্রেস সচিবের নামে বাইনান্সে কোটি টাকার মিথ্যা লেনদেনের স্ক্রিনশট বানিয়ে...

উপদেষ্টা ও প্রেস সচিবের নামে বাইনান্সে কোটি টাকার মিথ্যা লেনদেনের স্ক্রিনশট বানিয়ে প্রচার

 

বর্তমান যুগে তথ্যের প্রবাহ এতটাই দ্রুত এবং ব্যাপক যে মুহূর্তের মধ্যে যেকোনো খবর বা ঘটনা ভাইরাল হয়ে যেতে পারে। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের একাধিক উপদেষ্টা, প্রেস সচিব এবং জুলাই-আগস্টের আন্দোলনের নেতৃত্বদানকারী নেতাদের নামে থাকা বাইনান্স (Binance) অ্যাকাউন্টের কিছু স্ক্রিনশট ছড়িয়ে পড়েছে। ভাইরাল হওয়া স্ক্রিনশট ( id link: https://www.facebook.com/watch/?v=1161905561606524, https://www.facebook.com/1150295984/posts/10235704317645696, https://www.facebook.com/BslNazmulAlamlllll/posts/3502370403226732) প্রথমে বিভিন্ন ফেসবুক পেজ, টিকটক ও ইউটিউব চ্যানেলে ছড়িয়ে পড়ে। কিছু সংবাদমাধ্যমও যাচাই-বাছাই না করেই এটি প্রচার করে, যা বিভ্রান্তি আরও বাড়িয়ে তোলে। স্ক্রিনশটে বলা করা হচ্ছে যে সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা অ্যাকাউন্টগুলোতে বিপুল পরিমাণ বিটকয়েন জমা রয়েছে, যার বাজারমূল্য শত শত কোটি টাকা।

ওপেন সোর্স অনুসন্ধানে জানা যায়, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা, প্রেস সচিব এবং জুলাই-আগস্টের আন্দোলনের নেতাদের নামে ছড়িয়ে পড়া বাইনান্স অ্যাকাউন্টের স্ক্রিনশটগুলো সম্পূর্ণ ভুয়া। এসব স্ক্রিনশট প্রযুক্তির কারসাজি দিয়ে তৈরি করা হয়েছে এবং একটি অনির্ভরযোগ্য সূত্রের মাধ্যমে এগুলো প্রচারিত হচ্ছে।

আরও পর্যবেক্ষণ করে জানা যায়, দ্য এশিয়াপোস্ট ( Article link: https://theasiapost.news/2025/02/25/bangladesh-interim-government-officials-accused-of-corruption-bribes-and-illicit-funds-stashed-in-bitcoin/) নিউজ নামক একটি কথিত অনলাইন পোর্টালের প্রচারিত হচ্ছে। পোর্টালটি সামাজিক যোগাযোগমাধ্যম কার্যক্রমও অত্যন্ত সীমিত; ফেসবুক পেজে মাত্র ৩৩ জন ফলোয়ার এবং এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে রয়েছে মাত্র ৮ জন ফলোয়ার। পোর্টালটির ওয়েবসাইটটি একটি সাধারণ ওয়ার্ডপ্রেস ব্লগের মাধ্যমে পরিচালিত হচ্ছে, যেখানে কোনো সম্পাদক, প্রকাশক বা পরিচালকের নাম-পরিচয় উল্লেখ করা হয়নি এবং অফিসের ঠিকানা পর্যন্ত নেই। ডোমেইন বিশ্লেষণে আরও জানা গেছে যে, এটি বাংলাদেশের জুলাই-আগস্ট আন্দোলনের পরবর্তী সময়ে, ২০২৪ সালের ২৫ অক্টোবর নিবন্ধিত হয়েছে।

তাছাড়া বাইনান্স অ্যাকাউন্টের স্ক্রিনশটগুলোও বিশ্লেষণে স্পষ্ট হয়েছে যে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই স্ক্রিনশটগুলো সম্পূর্ণ ভুয়া। যারা বাইনান্স ক্রিপ্টোকারেন্সি বা প্রযুক্তি সম্পর্কে ন্যূনতম ধারণা রাখেন তারা সহজেই বুঝতে পারবেন যে, এগুলো মিথ্যা। কারণ শুধুমাত্র ইউজার আইডি ব্যবহার করে কারো অ্যাকাউন্টের ব্যালেন্স জানা সম্ভব নয়। এই স্ক্রিনশটগুলো আসলে ব্রাউজারের “ইন্সপেক্ট টুল” ব্যবহার করে তৈরি করা হয়েছে—এটি এমন একটি টুল, যার মাধ্যমে ওয়েবসাইটের কোড সাময়িকভাবে পরিবর্তন করা যায়। ফলে, যেকোনো ওয়েবসাইটের ভিজ্যুয়াল কনটেন্ট সম্পাদনা করে ইচ্ছেমতো ভুয়া তথ্য প্রদর্শন করা সম্ভব, যা স্ক্রিনশটে বিশ্বাসযোগ্য মনে হলেও বাস্তবে সঠিক নয়। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা, প্রেস সচিব এবং জুলাই-আগস্ট আন্দোলনের নেতাদের নামে বাইনান্স অ্যাকাউন্টের স্ক্রিনশট সংক্রান্ত মিথ্যা লেনদেনের স্ক্রিনশট বানিয়ে প্রচারিত হচ্ছে তা সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন।

আরও পড়ুন

সর্বশেষ