Monday, August 4, 2025
প্রধান পাতাঅন্যান্যএক-এগারোর পদধ্বনি শোনা যাচ্ছে : উপদেষ্টা মাহফুজ

এক-এগারোর পদধ্বনি শোনা যাচ্ছে : উপদেষ্টা মাহফুজ

টানা ১৬ বছরের স্বৈরাচারী অপশাসনের বিরুদ্ধে সম্মিলিত বিস্ফোরণ ছিল জুলাই গণঅভ্যুত্থান। যে অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন শেখ হাসিনা। আগামীকাল (মঙ্গলবার) এর এক বছর পূর্ণ হচ্ছে। যে দিনটিকে জুলাই গণঅভ্যুত্থান দিবস হিসেবে পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এই আনন্দঘন মূহূর্তের মধ্যেই ফেসবুকে বিস্ফোরক মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।

সোমবার (০৪ আগস্ট) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘এক-এগারোর পদধ্বনি শোনা যাচ্ছে!’

এক-এগারোর পদধ্বনি শোনা যাচ্ছে : উপদেষ্টা মাহফুজ

তবে, আধা ঘণ্টা পর স্ট্যাটাস আপডেট করেন তিনি। লেখেন, ‘এক-এগারোর পদধ্বনি শোনা যাচ্ছে! তবে জুলাই জয়ী হবে। জনগণের লড়াই পরাজিত হবে না।’

 

উপদেষ্টা মাহফুজ আলমের এই পোস্ট নিয়ে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া চলছে। পোস্ট দেওয়ার পর আধা ঘণ্টায় ১২ হাজারের বেশি রিঅ্যাক্ট জমা পড়েছে। শেয়ার হয়েছে দুই হাজারের বেশি।

পোস্টের তলায় রানা সরকার নামে একজন মন্তব্য লিখেছেন, ‘সরকারে থেকে এ ধরনের কথা বলা খুবই বেমানান এবং অনুচিত।’

আল হাসিব খান প্রশ্ন রেখেছেন, ১ বছরের মাথায় এমন পরিস্থিতি কেন? জবাবে মাহফুজ আলম লিখেছেন, অনৈক্য এবং স্যাবোট্যাজ।

অন্যদিকে তথ্য উপদেষ্টার এই পোস্টের সঙ্গে একমত হতে পারেননি কেউ কেউ। তাইফুর রহমান নামে একজন মন্তব্য করেছেন, ‘১/১১ এর আগে রাস্তা এবং রাজনীতির যে প্রেক্ষাপট ছিলো আজ তা অনুপস্থিত অথবা আমাদের কাছে দৃশ্যমান না। আপনি এক বাক্যে যদি এইরকম কথা বলেন তাহলে কীভাবে হবে?’

জালাল উদ্দিন আহমেদ লিখেছেন, ‘১/১১ ঠেকানোর একমাত্র উপায় দ্রুত জাতীয় সংসদ নির্বাচন।

 

আরও পড়ুন

সর্বশেষ