প্রধান পাতাঅন্যান্যদুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা শান্তিপূর্ণভাবে উদযাপনে গুরুত্বারোপ

দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা শান্তিপূর্ণভাবে উদযাপনে গুরুত্বারোপ

আসন্ন শারদীয় দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা সারা দেশে শান্তিপূর্ণভাবে আনন্দমুখর পরিবেশে উদযাপনের ওপর গুরুত্বারোপ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ এবং বাংলাদেশ যুব ঐক্য পরিষদ। শনিবার রাজধানীর পুরানা পল্টনে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে যুব ঐক্য পরিষদের এক বর্ধিত সভায় এই আলোচনা হয়। গতকাল রোববার রাতে যুব ঐক্য পরিষদের দপ্তর সম্পাদক সুজিত ঘোষ পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে ঐক্য পরিষদের অন্যতম সভাপতি অধ্যাপক ড. নিমচন্দ্র ভৌমিক এবং বিশেষ অতিথি হিসেবে পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য মিলন কান্তি দত্ত ও সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ বক্তব্য দেন।

সভায় সংগঠনের সাংগঠনিক কর্মকাণ্ডকে শক্তিশালী করা এবং শারদীয় দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা সারা দেশে শান্তিপূর্ণভাবে আনন্দমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা ও কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। দেশের বিভিন্ন জেলা থেকে আসা নেতারা অভিমত ব্যক্ত করে বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি জাতীয় সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। শারদীয় দুর্গাপূজা চলাকালীন বাংলাদেশের সব ধর্ম-বর্ণের মানুষের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে এক মিলনমেলায় পরিণত হয়, যা সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করে।

সভায় দেশের প্রতিটি জেলার পূজামণ্ডপগুলোর নিরাপত্তা, সুষ্ঠু ব্যবস্থাপনা এবং সবার সক্রিয় সহযোগিতা নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের এগিয়ে আসার আহ্বান জানানো হয় এবং দেশব্যাপী শুভেচ্ছা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে বিশেষ কর্মসূচি গ্রহণের দিকনির্দেশনা গৃহীত হয়।

যুব ঐক্য পরিষদের অন্যতম সভাপতি সজীব বড়ুয়ার সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পলাশ নাথের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন ঐক্য পরিষদের

সহ-যুববিষয়ক সম্পাদক বলরাম বাহাদুর, যুব ঐক্য পরিষদের অন্যতম সভাপতি শিমুল সাহা, সহসভাপতি সুবল ঘোষ, ধনঞ্জয় দাস ধনু, নিখিল বালা, রঞ্জিত সেন, সাংগঠনিক সম্পাদক সুজন রায়, অমিত ভৌমিক, সুদীপ্ত শর্মা, শুভদীপ শিকদার শুভ, অনিন্দ্য সাহা, সহ-সাংগঠনিক সম্পাদক বিপুল দেবনাথ, প্রহ্লাদ রায়, আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার সৌমিত্র সরদার, মহিলা বিষয়ক সম্পাদক শিউলী রায়, সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক চন্দ্রা রায় চম্পা, নোয়াখালী জেলা যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক উত্তম দাস, পিরোজপুর জেলার সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তী, ছাত্র ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সজীব সরকার প্রমুখ।

আরও পড়ুন

সর্বশেষ