Monday, December 23, 2024
প্রধান পাতাখেলাগত রাতে “উত্তেজনা” ছিলো ইউরোপীয়ান লীগে।

গত রাতে “উত্তেজনা” ছিলো ইউরোপীয়ান লীগে।

দিবালার নৈপুণ্যে জিতলো এ, এস রোমা।
গতারাতে উদিনেসের বিপক্ষে মাঠে নামে রোমা। ম্যাচের শুরুতেই আক্রমন করে রোমা ,১৯ মিনিটের মাথায় ডোভবিকের গলে এগিয়ে যায় রোমা। প্রথমার্ধ ১-০ গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরুকরে রোমা। ৪৭ মিনিটে ফাউল হোন পাউলো দিবালা। রেফারি পেনল্টির বাশি ফু দেয়, ৪৮ মিনিটে পেনাল্টিতে গোল করে দলকে এগিয়ে দেয় দিবালা। ৭০ মিনিটে বেলডাঞ্জির গোলে ৩-০ ব্যাবধানে জয় পায় এ, এস রোমা। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন পাউলো দিবালা।

প্রিমীয়ার লীগে পয়েন্ত ভাগাভাগি করে ব্রাইটন ও নটিংহাম ফরেস্ট।
প্রিমীয়ার লীগে গতরাতে মুখোমুখি হয় ব্রাইটন আর নটিংহাম ফরেস্ট। ম্যাচের শুরুতে ক্রিস উডের পেনল্টিতে গোল করে এগিয়ে যায় ফরেস্ট। ৪২ মিনিটে হিনশেলহুড হেড থেকে গোল করে ব্রাইটন কে সমতায় ফিরায় । ৪৫ মিনিটে ড্যানি ওয়েলবেকের ফ্রি কিক থেকে নেয়া শটে গোল হলে ২-১ ব্যাবধানে এগিয়ে যায় ব্রাইটন। কিন্তু ব্যাবধান বেশিক্ষন ধরে রাখতে পারে নাই ব্রাইটন ,৭০ মিনিটে সোসার গোলে সমতায় ফিরে ফরেস্ট । ফলে ২-২ গোলে ড্র করে বাড়ি ফেরে দু দল।

রুল্লির গ্লাভসে জয় পেলো অলিম্পিক মার্সেই।
গতারতে অসাধরণ পারফরম্যান্স করে জিরোনিমো রুল্লি । ৪৫ মিনিটে পেনাল্টি সেভ করেন রুল্লি। তার দল অলিম্পিক মার্সেই ৩-২ গোলে জয় পায় লিয়নের সাথে।

আবার পুরোনো রুপে ফিরছে জাবির লেভারকুসেন।
গতারাতে ওলফস বারগের সাথে অতিরিক্ত সময়ে বনিফেসের গোলে জয় পায় লেভারকুসেন।
৯০ মিনিট পর্যন্ত দু দলই ৩-৩ গোলে সমান তালে খেলতে থাকে, ফলে বনিফেসের গোলে জয় পায় লেভারকুসেন।

গ্যালাগারের গোলে ড্র করে আতলেটিকো মাদ্রিদ।
রায়ো ভ্যাল্কানোর সাথে মুখোমুখি হয় সিমিওনের আতলেটিকো মাদ্রিদ । ম্যাচের ৩৫ মিনিটে পালাযনের গোলে এগিয়ে যায় রায়ো। ৪৫ মিনিটে গ্যালাগারের গোলে সমতায় আসে আতলেটিকো মাদ্রিদ। পরে আর কোনো দলই বযাবধান বারাতে পারেনি । ফলাফল ১-১ গোলে ড্র করে দু দল।
ডার্বি জিতলো এসি মিলান।
পুলিসিচ ও গাব্বিয়ার গোলে ২-১ ব্যাবধানে ইন্টার মিলানের বিপক্ষে জিতলো এসি মিলান।ইন্টারের হয়ে একমাত্র গোল টি করেন ডিমারকো ।

আরও পড়ুন

সর্বশেষ