Monday, December 23, 2024
প্রধান পাতাখেলাঅবসর ভেঙ্গে বার্সায় যোগ দিলেন ওইজেখ সেজনি।

অবসর ভেঙ্গে বার্সায় যোগ দিলেন ওইজেখ সেজনি।

২০২২ বিশ্ব কাপে গ্রুপের ৩য় ম্যাচে মেসির পেনাল্টি ঠেকিয়ে আলোচোনায় আসেন সেজনি । জুভেন্টাসে দীর্ঘ ক্যারিয়ার শেষ করেন গত সিজন শেষেই,এবং সব ধরনের ফুটবল থেকে অবসর গ্রহন করেন।

গেলো ম্যাচে ভিয়ারিয়ালের সাথে চোটে পরে ৮ মাসের জন্য ছিটকে যান বার্সার নিয়মিত গোলকিপার মার্ক টেন আন্ড্রে স্টেগান। তখনই শঙ্কা জাগে কে বার্সার হয়ে গোলবার সামলাবে?। সেই মুহূর্তে বার্সা ফ্যান রা সেজনি কে নিয়ে আলোচনা করতে থাকেন। 

বার্সাও কাজ চালিয়ে যেতে থাকে । আজ রাতে ট্রান্সফার বিষয়ক আলোচিত সাংবাদিক ফাব্রিজিও রোমানো তার ভেরিফাই ফেসবুক পেজ থেকে সেজনির বার্সায় যোগ দেয়ার বিষয় টি নিশ্চিত করেন।

তিনি জানান ১ বছরের জন্য দু পক্ষ চুক্তিতে সই করেন শীগ্রই সেজনি স্প্যানে এসে মেডিকেল পরীক্ষা করিয়ে দলের সাথে ক্যাম্পে যোগ দিবেন।

এদিকে সেজনি বার্সায় যোগ দেয়ায় বার্সা ফ্যানরাও অনেক খুশি।

আরও পড়ুন

সর্বশেষ