Monday, December 23, 2024
প্রধান পাতাখেলা২ তারিখ দিবাগত রাত, চ্যাম্পিয়ন্স লীগ জমজমাট।

২ তারিখ দিবাগত রাত, চ্যাম্পিয়ন্স লীগ জমজমাট।

আজ রাত টি ফুটবল প্রেমীদের জন্য অনেক উত্তেজনা পূর্ণ। আজ রাত অর্থাৎ ২ তারিখ দিবাগত রাতে একাধিক ম্যাচে মাঠে নামবে ইউরোপের জায়ান্ট ক্লাব বার্সেলোনা, ইন্টার , ডরট্মুন্ড, এসি মিলান, পিএসজি,ও লেভারকুসেন সহ আরো অনেক দল । নিচে দেখে নিবো আজকে রাতে কার বিপক্ষে কে মাঠে নামবে।

 

*আর্সেনাল – পিএসজি।

*বার্সেলোনা – ইয়োং বয়েজ।

*লেভারকুসেন – মিলান।

*বরুশিয়া ডরট্মুন্ড – সেল্টিক।

ইন্টার মিলান – রেড বুল।

ম্যান সিটি – স্লোভান।

উপরের সবগুলো খেলাই রাত ১ টায় অনুষ্ঠিত হবে। সরাসরি দেখতে অনলাইনে কুরা লাইভ ও টি – স্পোর্টস, সনি টেন এ চোখ রাখুন।

২ তারিখ রাত ১০ টায় অনুষ্ঠিত হবে ,

*জিরোনা – ফেইয়োরড।

* শাখতার – আতালান্টা।

চ্যাম্পিয়ন্স লীগ নিয়ে লাইভ আপডেট পেতে চোখ রাখুন বাংলা ব্রিফে। 

আরও পড়ুন

সর্বশেষ