Monday, December 23, 2024
প্রধান পাতাখেলাব্যাস্ত সময় পার করছে ফ্রাঞ্চাইজিগুলো

ব্যাস্ত সময় পার করছে ফ্রাঞ্চাইজিগুলো

খেলোয়ারদের দলে ভেড়াতে ব্যাস্ত সময় পার করছে ফ্রাঞ্চাইজিগুলো। কেউ বিদেশি দের আনার চেষ্টা করছে আবার কেউ কেউ দেশিদের কে দলে ভেড়ানোর জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এখন পর্যন্ত যতটুকু রিউমার শোনা যাচ্ছে যে মুশফিকুর রহিম কে রিটেইন করেছে ফরচুন বরিশাল তার সাথে মেহেদি হাসান মিরাজ কেও। এবং তামিম ইকবাল ও গত আসরের মতো বরিশাল কে নেতৃত্ব দিবেন ।তাছাড়া কাইল মায়ারস ও ডেবিড মিলান এর সাথে আলোচনা করছে।

ঢাকা ক্যাপিটালস মুস্তাফিজের পর তাস্কিন আহমেদ ও শরিফুল কে দলে ভেড়ানোর পরিকল্পনা করছে। 

বিভিন্ন সোর্স থেকে শোনা যাচ্ছে সিলেট স্ট্রাইকারস জাকির হোসেন কে রিটেইন করতে যাচ্ছে এবং বেনি হাওয়েল কে পুরো সিজনের জন্য ডিরেক্ট সাইন করতে যাচ্ছে।

নুরুল হাসান সোহান কে রিটেইন করার সিদ্ধান্ত নিয়েছে রংপুর রাইডারস।তাছাড়া সোহানের সঙ্গি হতে পারে শেখ মাহাদি।

আরও পড়ুন

সর্বশেষ