Sunday, December 22, 2024
প্রধান পাতাখেলাবিপিএল আপডেট - সাইনিং নিয়ে চলছে ধামাকা চলছে নাটক।

বিপিএল আপডেট – সাইনিং নিয়ে চলছে ধামাকা চলছে নাটক।

বিপিএল ২০২৫ এ খেলোয়ার নিয়ে চলছে কাড়াকাড়ি একদলের খেলোয়ার কে আরেক দল বাগিয়ে নিয়ে যাচ্ছে । বরিশালের নাকের ডগা থেকে মুসতাফিজ কে নিধে গেছে ঢাকা ক্যাপিটালস। আর গত ৭ তারিখে নিয়ে গেলো মেহেদি হাসান মিরাজ কে খুলনা টাইগার্স ।

বিপিএল ২০২৫ এ ডাইরেক্ট সাইনিং হিসেবে মেহেদী হাসান মিরাজ কে দলে ভিড়িয়েছে খুলনা টাইগারস,তাদের সম্ভাব্য অধিনায়ক ও মিরাজ ই!

এছাড়া রিটেইন করেছে আফিফ হোসেন ধ্রুবকে। ছেড়ে দেওয়ার জোর সম্ভাবনা আছে এনামুল হক বিজয়কে!

বিষয়টি ক্রিকফ্রেঞ্জি কে নিশ্চিত করেছে একটি বিশ্বস্ত সূত্র।

এদিকে টানা চমক দিয়ে যাচ্ছে চট্টগ্রাম কিংস। একের পর এক হাই প্রোফাইল বিদেশি কে ডিরেক্ট সাইনিং এ দলে ভেরাচ্ছে তারা । ইতিমধ্যে তাদের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন ইংলিশ তারকা মইন আলি , শ্রিলংকান অলরাউন্ডার এঞ্জেলো ম্যাথিউস ও পাকিস্তানি দুই ক্রিকেটার হায়দার আলি ও উসমান খান।

অবশ্য থেমে নেই বরিশালও তারা দলে ভিরিয়েছে ইংলিশ মারকুটে ব্যাটসম্যান ডেভিড মালান এছাড়া তারা তাওহিদ হৃদয়ের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছেন। 

রংপুর ও বসে নেই এবার গ্লেন ম্যাক্সওয়েল এর পর তারা এবার তাদের দলে ভিড়িয়েছে আমেরিকার টপ অডার ব্যাটার এরোন জোনস কে।

উল্লেখ্য আগামী ১৪ অক্টোবর বিপিএল ২৪-২৫ এর প্লেয়ারস ড্রাফট শুরু হবে ।

আরও পড়ুন

সর্বশেষ