রাজস্ব সংস্কার কমিটি বাতিল, প্রতিহিংসামূলক বদলি আদেশ প্রত্যাহার এবং জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যানের অপসারণসহ কয়েকটি দাবিতে ২৮ জুন থেকে সারাদেশের সব কর অঞ্চল, ভ্যাট কমিশনারেট ও কাস্টম হাউসে লাগাতার ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।
সোমবার (২৩ জুন) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনের নিচে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ঐক্য পরিষদের সভাপতি অতিরিক্ত কমিশনার হাসান মুহম্মদ তারেক রিকাবদার এবং মহাসচিব অতিরিক্ত কর কমিশনার সেহেলা সিদ্দিকা।
লিখিত বক্তব্যে তারা জানান, ২৭ জুনের মধ্যে প্রতিহিংসামূলক সব বদলি আদেশ বাতিল এবং এনবিআর চেয়ারম্যানকে অপসারণ না করা হলে ২৮ জুন থেকে আন্তর্জাতিক যাত্রীসেবা ব্যতীত সব কর, কাস্টমস ও ভ্যাট দপ্তরে লাগাতার শাটডাউন চলবে।
সোমবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সহস্রাধিক কর্মকর্তা-কর্মচারী এনবিআর ভবনে অবস্থান ও কলম বিরতি পালন করেন। অনেককে কাফনের কাপড় পরে কর্মসূচিতে অংশ নিতে দেখা যায়।
এদিকে আন্দোলনের মধ্যেই রোববার আয়কর অনুবিভাগের পাঁচ কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে বদলি করা হয়েছে। ঐক্য পরিষদ এসব আদেশকে ‘প্রতিহিংসামূলক’ আখ্যা দিয়ে অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছে।
ঘোষণা অনুযায়ী, ২৫ ও ২৬ জুন আন্তর্জাতিক যাত্রীসেবা ও রপ্তানি ছাড়া অন্যান্য কার্যক্রমে দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কলম বিরতি ও অবস্থান কর্মসূচি চলবে।
প্রসঙ্গত, ১২ মে জারি করা এক অধ্যাদেশের মাধ্যমে এনবিআর ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) বিলুপ্ত করে দুটি নতুন বিভাগ (রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা) গঠনের পর থেকেই এনবিআর কর্মকর্তা-কর্মচারীরা আন্দোলন করে আসছেন।
তবে আন্দোলনের অন্যতম প্রধান ইস্যু হয়ে দাঁড়িয়েছে এনবিআর চেয়ারম্যানের অপসারণ। আন্দোলনকারীদের অভিযোগ, চেয়ারম্যান বদলি নীতিমালার তোয়াক্কা না করে প্রতিহিংসামূলকভাবে সিনিয়র কর্মকর্তাদের সরিয়ে দিয়েছেন এবং বিতর্কিত কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন।
এনবিআর ভবনে লাগাতার অবস্থান ও শাটডাউনের ফলে দেশের রাজস্ব ব্যবস্থায় মারাত্মক অচলাবস্থার আশঙ্কা করছে সংশ্লিষ্ট মহল।