Sunday, August 24, 2025
প্রধান পাতাখেলাক্লাব বিশ্বকাপে আর্জেন্টাইন ডিফেন্ডারের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ, ফিফা তদন্তে

ক্লাব বিশ্বকাপে আর্জেন্টাইন ডিফেন্ডারের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ, ফিফা তদন্তে

কাতার ক্লাব বিশ্বকাপের রিয়াল মাদ্রিদ ও পাচুকার ম্যাচের শেষ মুহূর্তে এক বিতর্কিত ঘটনা সামনে এসেছে। রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার আন্তোনিও রুডিগার অভিযোগ করেছেন, পাচুকার আর্জেন্টাইন ডিফেন্ডার গুস্তাভো কাব্রাল তাকে বর্ণবাদমূলক ভাষায় গালিগালাজ করেছেন।

ম্যাচের ইনজুরি টাইমে রুডিগার এই অভিযোগ রেফারির কাছে জানান এবং রেফারিও বর্ণবাদের সংকেত হিসেবে ‘X’ চিহ্ন দেখান। ম্যাচ শেষে রিয়াল কোচ জাবি আলোনসো জানান, তারা রুডিগারের কথা বিশ্বাস করেন এবং ফিফার প্রোটোকল অনুযায়ী বিষয়টি তদন্তাধীন রয়েছে।

অপরদিকে, কাব্রাল অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি ওকে ‘f—ing coward’ বলেছিলাম, যা আর্জেন্টিনায় রাগের সময় ব্যবহৃত একটি গালাগাল, এটি বর্ণবাদ নয়।” পাচুকার কোচ লোজানোও বলেন, তিনি ঘটনাটি দেখেননি এবং কাব্রালের বিরুদ্ধে এর আগে কখনও এমন অভিযোগ আসেনি।

ফিফা বিষয়টিকে গুরুত্ব সহকারে বিবেচনা করছে এবং তদন্ত শেষে যদি অভিযোগ প্রমাণিত হয়, তাহলে কাব্রালের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। ফুটবলসহ সব খেলায় বর্ণবাদসহ এ ধরনের স্পর্শকাতর ইস্যুতে সময় সময় বিতর্কের সৃষ্টি হওয়ায় খেলাধুলার মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ