Sunday, August 24, 2025
প্রধান পাতাবাংলাদেশএইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, অংশ নিচ্ছে ১২,৫১,০০০ শিক্ষার্থী

এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, অংশ নিচ্ছে ১২,৫১,০০০ শিক্ষার্থী

আগামী বৃহস্পতিবার (২৭ জুন) থেকে সারাদেশে শুরু হচ্ছে ২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা। সকাল ১০টায় বাংলা প্রথম পত্রের মধ্য দিয়ে শুরু হবে লিখিত অংশ, চলবে ১০ আগস্ট পর্যন্ত। এরপর শুরু হবে ব্যবহারিক পরীক্ষা।

এবারের পরীক্ষায় অংশ নিচ্ছে মোট ১২ লাখ ৫১ হাজার ৫শ’ ২৩ জন শিক্ষার্থী। এর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে ১০ লাখ ৫৫ হাজার, মাদ্রাসা বোর্ডে ৮৬ হাজার এবং কারিগরি বোর্ডে ১ লাখ ৯ হাজার পরীক্ষার্থী অংশ নিচ্ছে। ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার্থী কমেছে ৮১ হাজারের বেশি

গত বছরের তুলনায় এবার ৮১ হাজার ৮৮২ জন পরীক্ষার্থী কম। ২০২৪ সালে পরীক্ষার্থী ছিল ১৩ লাখ ৩২ হাজার ৯৯৩ জন।

সুষ্ঠু ও নকলমুক্ত পরীক্ষায় কড়াকড়ি

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজন এবং প্রশ্নফাঁস রোধে সব কোচিং সেন্টার আগামী ১৫ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে। প্রশ্নফাঁস গুজব প্রতিরোধ, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বাড়তি মনিটরিং চলবে।

পরীক্ষার্থীদের জন্য ১০টি নির্দেশনা

শিক্ষা বোর্ড পরীক্ষার্থীদের জন্য ১০টি গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে। এর মধ্যে রয়েছে—

  • পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্রে পৌঁছাতে হবে

  • ওএমআর শিটে তথ্য সঠিকভাবে পূরণ ও বৃত্ত ভরাট করতে হবে

  • উত্তরপত্র ভাঁজ করা যাবে না

  • শুধু সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে

  • বহুনির্বাচনি ও সৃজনশীল অংশের মধ্যে কোনো বিরতি থাকবে না

  • কেন্দ্রে মোবাইল ফোন আনা সম্পূর্ণ নিষিদ্ধ

  • তত্ত্বীয়, এমসিকিউ ও ব্যবহারিক পরীক্ষায় পৃথকভাবে পাস করতে হবে

  • নিজ প্রতিষ্ঠান নয়, স্থানান্তরের মাধ্যমে আসনবিন্যাস করা হয়েছে

  • শুধুমাত্র প্রবেশপত্রে উল্লিখিত বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে

  • প্রত্যেক অংশের উপস্থিতি পত্রে স্বাক্ষর দেওয়া বাধ্যতামূলক

ঢাকা বোর্ডের ৩৩ দফা নির্দেশনা

ঢাকা শিক্ষা বোর্ড পরীক্ষার শৃঙ্খলা নিশ্চিত করতে ৩৩ দফা নির্দেশনা জারি করেছে। এর মধ্যে রয়েছে—

  • প্রতি ২০ জন পরীক্ষার্থীর জন্য ১ জন কক্ষ পরিদর্শক

  • পরীক্ষার্থীদের তিন ফুট দূরত্বে বসানোর ব্যবস্থা

  • প্রশ্নপত্র তিন দিন আগেই যাচাই করে খামে সংরক্ষণ

  • পরীক্ষা শুরুর দিন সকালে নির্ধারিত সেট অনুযায়ী খাম খোলা ও অব্যবহৃত সেট ফেরত

  • প্রশ্ন আনার সময় পুলিশ ও ট্যাগ অফিসারের উপস্থিতি বাধ্যতামূলক

  • কেন্দ্রের বাইরে জনসমাগম নিয়ন্ত্রণ, মাইক ব্যবহার করে সচেতনতা বৃদ্ধি

  • সিসিটিভি ক্যামেরা স্থাপন ও নকল প্রতিরোধ পোস্টার টানানোর নির্দেশ

  • এনালগ কাঁটাযুক্ত ঘড়ি ব্যবহারের অনুমতি

  • বিদ্যুৎ বিভ্রাট রোধে বিদ্যুৎ অফিসকে প্রস্তুত থাকতে বলা হয়েছে

স্বাস্থ্যবিধিও উপেক্ষিত নয়

কেন্দ্রে প্রবেশের সময় মাস্ক পরা ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ক খন্দকার এহসানুল কবির জানিয়েছেন, সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং এবার পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে সরকারের নজরদারি আরও জোরালো। তিনি বলেন, “আমরা চাই, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই পরীক্ষা শেষ হোক।

আরও পড়ুন

সর্বশেষ