Sunday, July 6, 2025
প্রধান পাতাঅন্যান্যগুপ্তচরবৃত্তির অভিযোগ, ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান

গুপ্তচরবৃত্তির অভিযোগ, ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে তিন ইরানির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। বুধবার (২৫ জুন) সকালে দেশটির উর্মিয়া কারাগারে এ মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে নিশ্চিত করেছে ইরানের বিচার বিভাগের সংবাদ সংস্থা মিজান। খবর আলজাজিরার।

প্রতিবেদনে বলা হয়, মৃত্যুদণ্ডপ্রাপ্তদের তুরস্কের সঙ্গে উত্তর-পশ্চিম সীমান্তবর্তী এলাকায় অবস্থিত উর্মিয়া কারাগারে “আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা এবং ইসরায়েলের সঙ্গে সহযোগিতার মাধ্যমে পৃথিবীতে দুর্নীতি ছড়ানোর” অভিযোগে ফাঁসি দেওয়া হয়।

তবে সন্দেহভাজনদের গ্রেপ্তারের সময় বা পরিচয় প্রকাশ করা হয়নি। মৃত্যুদণ্ড কার্যকরের এ ঘটনার পর মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার পারদ আরও বেড়ে গেছে।

এর আগে ১৩ জুন ইরানের বিরুদ্ধে ইসরায়েল সামরিক অভিযান শুরু করার পর থেকে দেশটিতে গুপ্তচরবৃত্তির অভিযোগে একাধিক ব্যক্তির বিরুদ্ধে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। গত রোববার ও সোমবারও মোসাদের হয়ে কাজ করার অভিযোগে আরও কয়েকজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

বিশ্লেষকরা বলছেন, চলমান উত্তেজনা ও পারস্পরিক আক্রমণ-পাল্টা আক্রমণের মধ্যে এমন ঘটনাগুলো উভয় দেশের মধ্যে বৈরিতা আরও তীব্র করে তুলছে।

আরও পড়ুন

সর্বশেষ