Thursday, July 10, 2025
প্রধান পাতাবাংলাদেশবিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে ফেনীর মুহুরী-সিলোনিয়া নদীর পানি

বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে ফেনীর মুহুরী-সিলোনিয়া নদীর পানি

বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে ফেনীর মুহুরী ও সিলোনিয়া নদীর পানি (৩২ ও ৮১ সেন্টিমিটার)। যা আগামী ২৪ ঘণ্টায় সমতল স্থিতিশীল থাকতে পারে ও জেলার বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো)।

বুধবার (০৯ জুলাই) বাপাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হানের দেওয়া নদ-নদীর পরিস্থিতি ও পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পানি উন্নয়ন বোর্ড জানায়, গত ২৪ ঘণ্টায় দেশের উপকূলীয় ও পূর্বাঞ্চলীয় চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে অতি-ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয়। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ বিরাজমান রয়েছে এবং ওই অববাহিকায় আগামী ১ দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এছাড়া ফেনীর মুহুরী এবং সিলোনিয়া নদীসমূহের পানি সমতল বিপৎসীমার ৩২ ও ৮১ সেন্টিমিটার (আপডেট সময়— সন্ধ্যা ৬টা) ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় নদীসমূহের পানি সমতল স্থিতিশীল থাকতে পারে ও ফেনী জেলার বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে, যা পরবর্তী সময়ে হ্রাস পেয়ে বন্যা পরিস্থিতি উন্নতি লাভ করতে পারে। এই অববাহিকায় আগামী ২৪ ঘণ্টা ভারী ও পরবর্তী ২ দিন মাঝারি থেকে মাঝারি-ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

সেইসঙ্গে আগামী ২৪ ঘণ্টায় হালদা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে এবং চট্টগ্রাম জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে, যা পরবর্তী সময়ে হ্রাস পেতে পারে।

বাপাউবো জানায়, চট্টগ্রাম বিভাগের ফেনী, সাঙ্গু ও গোমতী নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। অপরদিকে মাতামুহুরী নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে। আগামী ১ দিন গোমতী নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে। অপরদিকে সাঙ্গু ও মাতামুহুরী নদীসমূহের পানি সমতল হ্রাস পেতে পারে এবং পরবর্তী ২ দিন ওই সব নদীর পানি সমতল হ্রাস পেতে পারে। এছাড়া সিলেট বিভাগের মনু, ধলাই ও খোয়াই নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। আগামী ২৪ ঘণ্টা নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পেতে পারে। পরবর্তী ২ দিন নদীসমূহের পানি সমতল স্থিতিশীল থাকতে পারে।

সংস্থাটি আরও জানায়, ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি সমতল স্থিতিশীল আছে। আগামী ২ দিন পানি সমতল বৃদ্ধি পেতে পারে এবং পরবর্তী ৩ দিন পর্যন্ত পানি সমতল স্থিতিশীল থাকতে পারে ও বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে। গঙ্গা-পদ্মা নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে; যা আগামী ৫ দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে; এই সময়ে নদীসমূহ বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে। এছাড়া সুরমা নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে ও কুশিয়ারা নদীর পানি সমতল স্থিতিশীল আছে এবং বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী ৩ দিন ওই নদীসমূহের পানি সমতল স্থিতিশীল থাকতে পারে। এই অববাহিকায় আগামী ৩ দিন মাঝারি থেকে মাঝারি-ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ