সুপারহিরোদের মধ্যে অন্যতম চরিত্র সুপারম্যান। ১৯৩৮ সালে অ্যাকশন কমিকসে আবির্ভূত হওয়া এই সুপারহিরো ফের আসছে বড় পর্দায়; পরিচালক জেমস গান নতুন করে উপস্থাপন করছেন শৈশবের সেই চিরচেনা হিরোকে; আর তা দেখতেই অপেক্ষা মাত্র আর কয়েকদিনের।
সারাবিশ্বের দর্শকের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ১১ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এই নতুন ‘সুপারম্যান’। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে ছবিটি—এমনটাই জানিয়েছে প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ।
এদিকে, সুপারম্যানের এই গল্প দিয়েই শুরু হচ্ছে নতুন ডিসি ইউনিভার্স। সম্প্রতি ট্রেলার ও টিজার প্রকাশের পর থেকেই ছবিটি ঘিরে ভক্তদের আগ্রহ তুঙ্গে।
তবে শুধু অ্যাকশন নয়, এবারের গল্পে রয়েছে আবেগ ও গভীর বার্তা। নির্মাতা জানিয়েছেন, এটি এক অভিবাসীর সংগ্রামের গল্প—যিনি অন্য গ্রহ থেকে এসে পৃথিবীতে নিজের পরিচয় ও জায়গা খুঁজে পান। পরিচালকের কথায়, ‘সুপারম্যান তখনই ফিরে আসে, যখন মানুষ আশার আলো হারিয়ে ফেলে।’