২১ ফেব্রুয়ারি ২০২৫, শুক্রবার বিকেলে রাজধানীর খিলগাঁও মডেল কলেজের সামনে একটি গাড়ির গ্যারেজে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় অগ্নিকাণ্ড ঘটে। হঠাৎ সিলিন্ডার ফেটে আগুন ছড়িয়ে পড়লে আশপাশের এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। সৌভাগ্যবশত বড় কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।
তবে ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়তে থাকে। কিছু বেনামী ফেসবুক পেজ ও আইডি থেকে মিথ্যা প্রচার চালানো হয় যে “ঢাকার গুলিস্তানে জঙ্গি আত্মঘাতী বোমা হামলা হয়েছে, শতাধিক মানুষ নিহত।” অথচ প্রকৃতপক্ষে রাজধানীর অন্য এলাকায় এমন কোনো ঘটনা ঘটেনি।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এটি নিছকই একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের দুর্ঘটনা, যার সঙ্গে কোনো ধরনের জঙ্গি কার্যক্রমের সম্পর্ক নেই। তারা জনগণকে অনুরোধ করেছেন—যাচাই ছাড়া কোনো তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার না করতে, যাতে অযথা আতঙ্ক ও গুজব ছড়িয়ে না পড়ে।
তথ্য সুত্রঃ https://url-shortener.me/8C61
https://youtu.be/cnlE-b5tCRU?si=9geFYJBTdnMC9I9g



