Thursday, November 7, 2024
প্রধান পাতাশিক্ষাতেজগাঁয়ে পলিটেকনিক শিক্ষার্থীদের অবরোধ, ৬ ঘণ্টা যান চলাচল বন্ধ

তেজগাঁয়ে পলিটেকনিক শিক্ষার্থীদের অবরোধ, ৬ ঘণ্টা যান চলাচল বন্ধ

দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ছয় দফা দাবিতে সোমবার(৯ সেপ্টেম্বর, ২০২৪) সকাল ১১টা থেকে তেজগাঁওয়ের সাত রাস্তা এলাকায় অবরোধ করেন। টেকনিক্যাল জনবল নিয়োগ, সরকারি প্রতিষ্ঠানে উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি এবং পলিটেকনিক শিক্ষাব্যবস্থার সংস্কারসহ বিভিন্ন দাবিতে তারা রাস্তায় নামে।

বিক্ষোভকারী শিক্ষার্থীরা অভিযোগ করে যে, কারিগরি বোর্ডে নন-টেকনিক্যাল ব্যক্তিদের নিয়োগের ফলে শিক্ষাব্যবস্থার মান ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফিজিক্স, কেমিস্ট্রি ও গণিতের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে এই ব্যক্তিদের পর্যাপ্ত জ্ঞান না থাকায় শিক্ষার্থীরা সঠিক শিক্ষা পাচ্ছে না।

এই অবরোধের কারণে মহাখালী থেকে মগবাজার পর্যন্ত শিল্পাঞ্চল এলাকার যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। রাস্তার দুই পাশে বাঁশ দিয়ে ব্যারিকেড তৈরি করে শিক্ষার্থীরা তীব্র যানজট সৃষ্টি করে। ফলে সাধারণ মানুষকে দীর্ঘক্ষণ ধরে ভোগান্তির শিকার হতে হয়।

অবরোধ চলাকালে শিক্ষা মন্ত্রণালয়ের মাদ্রাসা ও কারিগরি বিভাগের সচিব ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তিনি শিক্ষার্থীদের দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দিয়ে ক্লাসে ফিরে যাওয়ার অনুরোধ জানান। সচিবের আশ্বাসের প্রেক্ষিতে শিক্ষার্থীরা আন্দোলন প্রত্যাহার করে এবং দীর্ঘ ৬ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়ে ওঠে।

আরও পড়ুন

সর্বশেষ