Monday, January 13, 2025
প্রধান পাতাবিনোদনলিয়াকত আলী লাকীর পদত্যাগ: হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন পদত্যাগের বার্তা

লিয়াকত আলী লাকীর পদত্যাগ: হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন পদত্যাগের বার্তা

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন লিয়াকত আলী লাকী। সোমবার (১২ আগস্ট) তিনি সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমেদের কাছে পদত্যাগপত্র জমা দেন। খলিল আহমদ জানান, লিয়াকত আলী লাকী হোয়াটসঅ্যাপের মাধ্যমে পদত্যাগপত্র পাঠিয়েছেন।

জানা গেছে, রোববার (১১ আগস্ট) দুপুরে লিয়াকত আলী লাকী তাঁর অনুগত কয়েকজন কর্মকর্তাকে নিয়ে শিল্পকলা একাডেমিতে প্রবেশের চেষ্টা করলে ছাত্র-জনতা ক্ষুব্ধ হয়ে তাঁদের ধাওয়া দেয় এবং লাকীর বিরুদ্ধে পদত্যাগের স্লোগান দেয়। পরিস্থিতি বেগতিক দেখে তিনি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। পরদিন ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেন।

লিয়াকত আলী লাকী ২০১১ সালের ৭ এপ্রিল শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তবে তাঁর বিরুদ্ধে একাধিকবার অপসারণের দাবি ওঠে এবং দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন তাঁকে জিজ্ঞাসাবাদও করেছে। ২০২৩ সালের ২৯ মার্চ সপ্তমবারের মতো তাঁর পদের মেয়াদ বাড়ানো হয়। শিল্পকলা একাডেমির ইতিহাসে তিনিই সবচেয়ে দীর্ঘসময় মহাপরিচালকের দায়িত্বে ছিলেন।

গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগের পর থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানদের পদত্যাগের খবর আসছে। সেই ধারাবাহিকতায়, বেশ কিছুদিন পর অবশেষে লিয়াকত আলী লাকীও পদত্যাগ করলেন।

আরও পড়ুন

সর্বশেষ