Monday, December 23, 2024
প্রধান পাতাআন্তর্জাতিকভারতের উগ্রহিন্দুত্ববাদীদের দ্বারা মুসলিমদের উপর হামলা

ভারতের উগ্রহিন্দুত্ববাদীদের দ্বারা মুসলিমদের উপর হামলা

ভারতের বিভিন্ন স্থানে মুসলিমদের উপর আক্রমণ করছে উগ্রহিন্দুত্ববাদীরা। এরকম একটি ভিডিও সোশ্যাল মিডিয়াই ছড়িয়ে পরেছে। ভিডিওতে দেখা যায়, ভারতের একটি উগ্র ডানপন্থী হিন্দু রক্ষা দলের সদস্যরা উত্তর প্রদেশের গাজিয়াবাদে দরিদ্র মুসলিম বাসিন্দাদের মারধর করছে, তাদের জিনিসপত্রে আগুন ধরিয়ে দিচ্ছে এবং তাদেরকে বাংলাদেশি অভিবাসী বলে অভিহিত করছে।

এমন আরো একটি ঘটনাই ভারতের উত্তরপ্রদেশে রেহান নামক এক মুসলিম যুবকের উপর হামলার ঘটনা ঘটে । এই ঘটনার বিবরণ দিতে গিয়ে রেহান বলে, ❝তারা আমাদের জিজ্ঞাসা করে আমরা হিন্দু না মুসলমান? আমরা মুসলিম বলার সঙ্গে সঙ্গে তারা আমাদের মারধর শুরু করে..❞

ভারতের উত্তরপ্রদেশে ছাড়াও দিল্লিতে ❛জয় শ্রী রাম❜ শ্লোগান দিয়ে দরিদ্র মুসলিমদের বাড়িঘরে হামলা ও জোরপূর্বক উচ্ছেদ করে দেওয়া হয়।জানা যায় তারা সবাই হতদরিদ্র মুসলিম পরিবার। স্থানীয় বিজেপি নেতাকর্মীরা ❛জয় শ্রী রাম❜ শ্লোগান দিয়ে এসব মুসলিম বস্তিতে তাণ্ডব চালায়।

এভাবেই শুধু মুসলিম হওয়ার অপরাধে বাংলাদেশী আখ্যা দিয়ে ভারতের বিভিন্ন স্থানে মুসলিমদের আক্রমণ করছে উগ্রহিন্দুত্ববাদীরা।

আরও পড়ুন

সর্বশেষ