Sunday, December 22, 2024
প্রধান পাতারাজনীতিহকার হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক আইনমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টার রিমান্ড মঞ্জুর

হকার হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক আইনমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টার রিমান্ড মঞ্জুর

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষে এক হকারের মৃত্যুর ঘটনায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

আজ বুধবার সন্ধ্যায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে ঢাকার মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁদের রিমান্ড মঞ্জুর করা হয়। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কড়া নিরাপত্তার মধ্যে আনিসুল হক এবং সালমান এফ রহমানকে আদালতে হাজির করা হয়।

রিমান্ড শুনানির সময় বিএনপিপন্থী আইনজীবীরা ঢাকার সিএমএম আদালত চত্বরে মিছিল করেন এবং সেনা ও বিজিবি সদস্যরা আদালতের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন।

গত ১৬ জুলাই ঢাকার কলেজের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে সংঘর্ষে নিহত হয়েছিলেন দুইজন। তাঁদের একজন ছিলেন ঢাকা কলেজের শিক্ষার্থী সবুজ আলী (২৬) এবং অন্যজন হকার মো. শাহজাহান (২৬)। এ ঘটনায় নিউমার্কেট থানায় দুটি হত্যা মামলা দায়ের করা হয়, যার মধ্যে শাহজাহানের মৃত্যুর ঘটনায় আনিসুল হক এবং সালমান এফ রহমানকে ইন্ধনদাতা হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল মঙ্গলবার ঢাকার মহানগর পুলিশ তাঁদের গ্রেপ্তারের তথ্য প্রকাশ করে এবং পরে তাঁদের গোয়েন্দা পুলিশের হেফাজতে নেওয়া হয়।

আরও পড়ুন

সর্বশেষ