Wednesday, August 6, 2025
প্রধান পাতাবিনোদনশান্তাকে হোটেলে ডাকিনি, তাকে চিনিই না— বললেন রাজীব

শান্তাকে হোটেলে ডাকিনি, তাকে চিনিই না— বললেন রাজীব

গত ২৮ জুলাই বাংলাদেশি সন্দেহে ভারতের কলকাতায় গ্রেপ্তার হন মডেল শান্তা পাল। বিক্রমগড়ের একটি ফ্ল্যাট থেকে তাকে আটক করে কলকাতা পুলিশ।

গ্রেপ্তারের পর থেকেই বিষয়টি ঘিরে ব্যাপক চর্চা শুরু হয়েছে। তার দাবি অনুযায়ী শোনা যায়, ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২১’-এর প্রতিযোগী ছিলেন এই মডেল; টালিউডের অনেকের সঙ্গে নাকি ওঠাবসা ছিলো তার। এরই মধ্যে শোনা গেল এই মডেলকে নিয়ে এক বিস্ফোরক খবর।

শান্তা অভিযোগ মতে ভারতীয় গণমাধ্যমের খবর, টালিউড পরিচালক রাজীব কুমার বিশ্বাস তাকে কু-প্রস্তাব দিয়েছিলেন; হোটেলে দেখা করতে বলেছিলেন পরিচালক। বিষয়টি নিয়ে ভারতীয় গণমাধ্যমের মুখে পড়েন রাজীব। বললেন, ‘আমিও শুনেছি। শান্তা নামের এক নারী বলেছেন আমি নাকি হোটেলে ডেকেছি। কিন্তু এই ভদ্রমহিলাকে আমি চিনিই না। কারণ, ২০২২ সালে প্রথম বাংলাদেশে কাজ করতে যাই আমি। আর ওর দাবি ২০১৯-এ আমি ছবিতে অভিনয়ে সুযোগ করে দেওয়ার কথা বলেছি।’

পরিচালক এও বলেন, ‘এটা বড় সমস্যা। আমার নামে অনেক ভুয়া প্রোফাইল রয়েছে; যে কারণে অনেকেই ভেবে বসেন আমার সঙ্গে কথা বলছেন। কী করে যে কেউ ভুল ফাঁদে পা দিয়ে ফেলে সেটাই বুঝতে পারি না।’

এদিকে বাংলাদেশে বেশ কিছু ছবি তৈরির কথা চলছে রাজীবের; কলকাতাতেও আবার সেই পুরনো দিনের মশলাদার বাণিজ্যিক ছবি তৈরির ইচ্ছা রয়েছে পরিচালকের।

আরও পড়ুন

সর্বশেষ