Sunday, August 10, 2025
প্রধান পাতাবিনোদননোরা ফাতেহির নতুন গান ‘ওহ মামা তেতেমা’

নোরা ফাতেহির নতুন গান ‘ওহ মামা তেতেমা’

আন্তর্জাতিক সংগীতাঙ্গনে আবারও নিজের উপস্থিতি জানান দিলেন নোরা ফাতেহি। প্রকাশ করলেন তার আসন্ন গানের প্রথম ঝলক। ‘ওহ মামা তেতেমা’ শিরোনামের এই গানে শুধু পারফর্মই নয়, কণ্ঠও দিয়েছেন নোরা। তার সঙ্গে রয়েছেন আফ্রিকান সুপারস্টার রেইভ্যানি এবং চমক হিসেবে গানটিতে কণ্ঠ দিয়েছেন শ্রেয়া ঘোষালও। গানের পোস্টার নোরা ফাতেহি তার ইনস্টাগ্রামে শেয়ার করেছেন।

আফ্রো-ইনস্পায়ার্ড পোশাকে, আধুনিক ছোঁয়ায় ফ্যাশনের দিক থেকেও নজর কাড়ছেন নোরা। গানটির প্রকাশিত টিজার এরই মধ্যে নজর কেড়েছে ভক্তদের।

গানটি প্রকাশ পাচ্ছে ৯ আগস্ট। এর মধ্য দিয়ে নোরা ফাতেহি আবারও প্রমাণ করলেন, তিনি শুধু নৃত্যশিল্পী বা অভিনেত্রীই নন, একজন বৈশ্বিক সংগীতশিল্পী হিসেবেও তার অবস্থান দৃঢ় করছেন। এর আগে জেসন ডেরুলোর সঙ্গে ‘স্নেক’ গানটি কণ্ঠ দিয়ে ছিলেন নোরা। যেটি এরই মধ্যে ১৩ কোটি ভিউ ছাড়িয়ে গেছে ইউটিউবে।

আরও পড়ুন

সর্বশেষ