প্রধান পাতাবিনোদনফের বিয়ে করলেন তনি! কে এই ‘তৃতীয় স্বামী’ মো. সিদ্দিক

ফের বিয়ে করলেন তনি! কে এই ‘তৃতীয় স্বামী’ মো. সিদ্দিক

আলোচিত নারী উদ্যোক্তা ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনি ফের বিয়ে করেছেন—এমন গুঞ্জন এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। চলতি বছরের শুরুতে নিজের দ্বিতীয় স্বামী শাহাদাৎ হোসাইনকে হারানোর পর দুই সন্তানকে নিয়ে একা হাতে ব্যবসা সামলাচ্ছিলেন তিনি। এর মাঝেই হঠাৎ তার ব্যক্তিগত জীবনে নতুন অধ্যায় শুরুর ইঙ্গিত পাওয়া গেল।

গুঞ্জনের সূত্রপাত: তনি ও সিদ্দিকের ফেসবুক পোস্ট

সম্প্রতি তনি তার ফেসবুক অ্যাকাউন্টে এক ব্যক্তির জন্মদিন উদযাপনের বেশ কিছু ছবি শেয়ার করেন। এই পোস্টের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে তনির বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ে।

তনি জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পোস্টে লিখেছেন, “জন্মদিনের শুভেচ্ছা। তোমার মতো বিশেষ একজনের জন্মদিন উদ্‌যাপনের জন্য বছরে একটা দিনই যথেষ্ট নয়।”

তবে গুঞ্জনকে আরও জোরালো করেছে ওই ব্যক্তির পোস্ট। মো. সিদ্দিক নামের সেই ব্যক্তি তার ভেরিফায়েড ফেসবুক প্রোফাইল থেকে তনিকে ‘স্ত্রী’ সম্বোধন করে ছবি পোস্ট করেছেন। তিনি লিখেছেন, “আরও একটি বছর পেরিয়ে গেল, কিন্তু মনটা এখনও তরুণ। আমার জন্মদিনকে বিশেষ করে তোলার জন্য আমার প্রিয় স্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। তোমাকে অনেক ভালোবাসি।”

বিয়ের বিষয়টি জানতে তনিকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

কে এই মো. সিদ্দিক?

জানা গেছে, তনির স্বামীর নাম মো. সিদ্দিক। তিনি ‘মানসিব টেলিকম’-এর মালিক ও ম্যানেজিং ডিরেক্টর (MD)।

সিদ্দিকের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইল থেকে পাওয়া তথ্য অনুযায়ী:

* তিনি যুক্তরাজ্যের ডি মন্টফোর্ট বিশ্ববিদ্যালয় (DMU) থেকে পড়ালেখা করেছেন।

* বর্তমানে তিনি যুক্তরাজ্যেই বসবাস করছেন।

* তার দেশের বাড়ি বাংলাদেশের খুলনা জেলায়।

তনির অতীতের সম্পর্ক ও পরিচিতি

ব্যক্তিগত জীবন নিয়ে তনি বরাবরই আলোচনার কেন্দ্রে ছিলেন। প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বিচ্ছেদের পর তিনি ভালোবেসে বিয়ে করেন ব্যবসায়ী শাহাদাৎ হোসাইনকে, যিনি দীর্ঘদিন অসুস্থ থাকার পর চলতি বছরের শুরুতে ব্যাংককের একটি হাসপাতালে মারা যান। দ্বিতীয় স্বামীর সঙ্গে বয়সের ব্যবধানের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে প্রায়ই সমালোচিত হতে হতো।

এই সমালোচনার বিষয়ে তনি বিভিন্ন সংবাদমাধ্যমে তার অভিমত প্রকাশ করে জানিয়েছিলেন যে, ট্রল বা সমালোচনায় তিনি তোয়াক্কা করেন না; দিনশেষে তিনি নিজের ঘরে শান্তিতে থাকতে চান।

বর্তমানে তনি ফ্যাশন হাউস ‘সানভিস বাই তনি’-এর স্বত্বাধিকারী। সারাদেশে তার ব্যবসা প্রতিষ্ঠানের ১২টি শোরুম রয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ