Saturday, July 5, 2025
প্রধান পাতাআন্তর্জাতিকইসরায়েলে টানা সাইরেন, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় উত্তপ্ত অবস্থা

ইসরায়েলে টানা সাইরেন, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় উত্তপ্ত অবস্থা

ইসরায়েল, ২৩ জুন ২০২৫ – ইসরায়েলের বিভিন্ন এলাকায় টানা বেজে চলছে বিমান হামলার সতর্কতার সাইরেন, আর একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, ইরান থেকে একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে।

সেন্ট্রাল ও দক্ষিণ ইসরায়েলের বেশ কয়েকটি জায়গায়, বিশেষ করে আসদোদ, লাচিস ও পশ্চিম জেরুজালেমের কাছে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। টাইমস অব ইসরায়েল জানিয়েছে, জেরুজালেমে সাইরেন বাজা মাত্রই নেসেট সদস্যরা দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে গেছেন।

ইসরায়েল ও অধিকৃত পশ্চিম তীরে সাংবাদিকদের রিপোর্টিং নিষিদ্ধ থাকায় অনেকে পাশের জর্ডান থেকে খবর সংগ্রহ করছেন। কাতারভিত্তিক আল জাজিরা এই তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়, ইরান পাল্টা হামলা চালিয়ে এখন পর্যন্ত প্রায় ৪৫০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এর মধ্যে অন্তত চারটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিভিন্ন স্থানে আঘাত হেনেছে। স্থানীয়রা জানিয়েছেন, ৩৫ মিনিটের বেশি সময় ধরে সাইরেনের আওয়াজ ও প্রবল বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ইসরায়েলের সেনাবাহিনী ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য প্রকাশে নিষেধাজ্ঞা আরোপ করায় সঠিক পরিস্থিতি জানা যায়নি।

গত ১০ দিনে ইরানের হামলায় সেন্ট্রাল ইসরায়েল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। হাইফাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ শহরেও বারবার হামলা হয়েছে।

এছাড়া গতকালের একটি ঘটনায় ইরানের একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে আঘাত হেনেছে। পরে সেনাবাহিনী নিশ্চিত করেছে, এটি ভুলবশত ছোড়া ইরানের নিজস্ব প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ছিল।

এর আগে, ১৩ জুন ইসরায়েল ইরানে ব্যাপক হামলা চালায়, যার ফলে পরমাণু স্থাপনা ও সামরিক ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে ৪০০ এর বেশি ব্যক্তি নিহত হন, যাদের মধ্যে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী রয়েছেন।

ইরান ‘অপারেশন ট্রু প্রমিস থ্রি’ অভিযানের অধীনে ২৩ জুন পর্যন্ত ইসরায়েলের ওপর ২১ দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। পরিস্থিতি বর্তমানে অত্যন্ত উত্তপ্ত অবস্থায় রয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ