Saturday, August 2, 2025
প্রধান পাতাআন্তর্জাতিককৃষিজমিতে এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত, অক্ষত পাইলট

কৃষিজমিতে এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত, অক্ষত পাইলট

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লেমুর শহরে মার্কিন নৌবাহিনীর একটি অত্যাধুনিক এফ-৩৫সি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বুধবার (৩০ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে লেমুর নেভাল এয়ার স্টেশনের কাছের একটি বিস্তীর্ণ কৃষিজমিতে বিমানটি ভেঙে পড়ে বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী।

দুর্ঘটনার আগে পাইলট সফলভাবে ইজেক্ট (নিরাপদে বেরিয়ে যেতে) করতে সক্ষম হন। যেহেতু দুর্ঘটনাস্থল জনবসতি থেকে অনেক দূরে এবং খোলা জমিতে ছিল, তাই এতে কোনো হতাহত বা সম্পদের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, দাউ দাউ করে জ্বলতে থাকা বিমানটি থেকে ঘন কালো ধোঁয়া আকাশে উঠছে।

নৌবাহিনী জানিয়েছে, বিধ্বস্ত যুদ্ধবিমানটি স্ট্রাইক ফাইটার স্কোয়াড্রন ভিএফ-১২৫-এর অন্তর্গত ছিল। এটি একটি ফ্লিট রিপ্লেসমেন্ট স্কোয়াড্রন, যেখানে শিক্ষানবিশ পাইলটদের আধুনিক যুদ্ধবিমানে প্রশিক্ষণ দেওয়া হয়। বিধ্বস্ত বিমানটির পাইলটও একজন প্রশিক্ষণার্থী ছিলেন।

উল্লেখ্য, এফ-৩৫ লাইটেনিং টু সিরিজের এ বিমানটি বিশ্বের সবচেয়ে উন্নত ও ব্যয়বহুল যুদ্ধবিমানগুলোর একটি। এটি নির্মাণ করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিন। এক আসন ও এক ইঞ্জিনবিশিষ্ট স্টেলথ ফাইটার এই বিমানটির বর্তমান বাজারমূল্য প্রায় ১০০ মিলিয়ন ডলার (১০ কোটি ডলার)।

বিধ্বস্ত হওয়ার কারণ এখনো নিশ্চিত নয়, তবে বিষয়টি তদন্তে এরই মধ্যে একটি টিম গঠন করেছে মার্কিন নৌবাহিনী।

সূত্র: সিএনএন

আরও পড়ুন

সর্বশেষ