চলমান মুদ্রা সংকট মোকাবিলায় বড় ধরনের পদক্ষেপ নিয়েছে ইরান সরকার। জাতীয় মুদ্রা রিয়াল থেকে চার শূন্য বাদ দিয়ে নতুন রিয়াল চালুর পরিকল্পনা করা হয়েছে। অর্থাৎ আগে যেটি ছিল ১০,০০০ রিয়ালের নোট, এখন চার শূন্য বাদ দিয়ে সেটি গণ্য হবে ১ রিয়ালের নোট হিসেবে।
রোববার (৩ আগস্ট) দেশটির পার্লামেন্টের অর্থনৈতিক কমিশন ব্যতিক্রমধর্মী এই পরিকল্পনা অনুমোদন করেছে। কমিশন বলছে, এর মাধ্যমে মুদ্রার ক্রমাগত অবমূল্যায়ন, লাগামহীন মুদ্রাস্ফীতি ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞাজনিত অর্থনৈতিক চাপ মোকাবিলার চেষ্টা করা হবে।
কমিটির চেয়ারম্যান শামসেদ্দিন হোসেইনি জানান, এই পরিবর্তনের ফলে দেশের আর্থিক লেনদেন সহজ হবে এবং সাধারণ মানুষের জন্য লেনদেন প্রক্রিয়া আরও সরল হবে। নতুন ব্যবস্থায় মুদ্রার নাম অপরিবর্তিত থাকবে অর্থাৎ ‘রিয়াল’ থাকবে, তবে ১ নতুন রিয়ালের মান হবে বর্তমান ১০ হাজার রিয়ালের সমান। এই সমন্বয় দেশের প্রায় ৯ কোটি ১৫ লাখ মানুষের দৈনন্দিন লেনদেনে স্বস্তি আনবে বলে আশা করা হচ্ছে।
যদিও অর্থনৈতিক কমিটি প্রস্তাবটি অনুমোদন দিয়েছে, তা কার্যকর করতে হলে সংসদের পূর্ণাঙ্গ অধিবেশন এবং গার্ডিয়ান কাউন্সিলের চূড়ান্ত অনুমোদন প্রয়োজন হবে। তবে ভোট কবে হবে তা এখনো নির্ধারিত হয়নি।
বর্তমানে ইরান ভয়াবহ অর্থনৈতিক সংকটের মুখে পড়েছে। কালোবাজারে এক মার্কিন ডলারের বিপরীতে রিয়ালের বিনিময় হার পৌঁছেছে প্রায় ৯ লাখ ২০ হাজারে। মুদ্রাস্ফীতি ব্যাপকভাবে বেড়েছে এবং দেশের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অর্থনীতিকে আরও চাপে ফেলেছে।
উল্লেখযোগ্য বিষয় হলো, দৈনন্দিন জীবনে অধিকাংশ ইরানি রিয়ালের পরিবর্তে ‘তোমান’ ব্যবহার করে। ১৯২৫ সাল পর্যন্ত ‘তোমান’ ছিল ইরানের সরকারি মুদ্রা, যেখানে ১ তোমান সমান ১০ রিয়াল। ফলে এখনো লেনদেনে পুরোনো এই নাম বহুল ব্যবহৃত হয়।
রিয়াল থেকে শূন্য বাদ দেওয়ার প্রস্তাব নতুন নয়। এর আগে ২০১৯ সালেও এ নিয়ে আলোচনা হয়েছিল, তবে তা বাস্তবায়িত হয়নি। এবার সংসদের অর্থনৈতিক কমিটির অনুমোদনের মধ্য দিয়ে এই পরিকল্পনা আবারও নতুন গতি পেল, যা মুদ্রার স্থিতিশীলতা ফেরানো এবং অর্থনীতিতে আস্থা পুনরুদ্ধারের প্রচেষ্টার অংশ।