রাশিয়া থেকে ভারতের তেল কেনা বন্ধের খবর সত্য হলে সেটিকে ‘ভালো পদক্ষেপ’ হিসেবে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
স্থানীয় সময় শুক্রবার (১ আগস্ট) হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি বলেন, আমি বুঝতে পারছি যে ভারত আর রাশিয়া থেকে তেল কিনবে না। আমি এটাই শুনেছি, সত্য কিনা জানি না। যদি এটি সত্যি হয়, তাহলে এটি একটি ভালো পদক্ষেপ। দেখা যাক কী হয়।
এর আগে রাশিয়া থেকে তেল ও সামরিক সরঞ্জাম কেনা নিয়ে ভারতের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।
রয়টার্সের এক প্রতিবেদনে দাবি করা হয়, ট্রাম্পের কড়া হুঁশিয়ারির পর ভারতের রাষ্ট্রায়ত্ত চারটি সংস্থা রাশিয়া থেকে আপাতত খনিজ তেল কেনা বন্ধ রেখেছে। তবে ওই প্রতিবেদনের সত্যতা এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি। সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ করতেও ব্যর্থ হয়েছে বার্তা সংস্থাটি।
এদিকে রাশিয়া থেকে তেল কেনা নিয়ে ট্রাম্পের মন্তব্য উড়িয়ে দিয়েছে ভারত। শুক্রবার এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বিভিন্ন দেশের সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক তাদের নিজস্ব যোগ্যতার ভিত্তিতে গড়ে ওঠে। একে তৃতীয় কোনো দেশের দৃষ্টিকোণ থেকে দেখা উচিত নয়।
তিনি আরও বলেন, ভারত ও রাশিয়ার মধ্যে একটি স্থিতিশীল এবং সময়ের পরীক্ষায় উত্তীর্ণ অংশীদারত্ব রয়েছে।
চলতি সপ্তাহেই রাশিয়া থেকে জ্বালানি ও সামরিক সরঞ্জাম আমদানির কারণে ভারতের ওপর ২৫ শতাংশ আমদানি শুল্ক এবং অতিরিক্ত জরিমানা আরোপের হুমকি দেন প্রেসিডেন্ট ট্রাম্প।
তিনি ভারত ও রাশিয়ার অর্থনীতিকে ‘মৃত অর্থনীতি’ বলেও আখ্যায়িত করেন। গত বুধবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ভারত রাশিয়ার সঙ্গে কী করছে, তা আমি পরোয়া করি না। তারা চাইলে একসঙ্গে তাদের মৃত অর্থনীতি ধ্বংস করুক—আমি কিছু মনে করব না।