Thursday, November 7, 2024
প্রধান পাতাখেলা‘ট্রাফিক পুলিশ’ শিক্ষার্থীদের খাবার বিতরণ করল বিসিবি

‘ট্রাফিক পুলিশ’ শিক্ষার্থীদের খাবার বিতরণ করল বিসিবি

ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করা শিক্ষার্থীদের জন্য খাবারের ব্যবস্থা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের আশপাশে ২৫০ প্যাকেট খাবার তাদের মধ্যে বিতরণ করেন বিসিবির মিডিয়া বিভাগের কর্মচারীরা।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। দেশব্যাপী উদ্ভূত পরিস্থিতিতে কর্মবিরতিতে গেছেন পুলিশ সদস্যরা। ট্রাফিক পুলিশের সদস্যরাও সড়ক থেকে সরে গেছেন। ফলে রাস্তায় যানবাহন চলাচলে বিশৃঙ্খলা রোধে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকেরা মোড়ে মোড়ে ট্রাফিক পুলিশের কাজ করতে নেমেছেন।

অনেকে সড়কের সিগন্যাল নিয়ন্ত্রণেও কাজ করছেন। সিগন্যাল না মানলে চালকে বাধাও দিচ্ছেন তারা। এতে রাজধানীর রাস্তায় গাড়ি চলাচলে ভোগান্তি কমার সঙ্গে সঙ্গে যানজটও দেখা যাচ্ছে না।

অনেক জায়গায় রাস্তা পরিষ্কারের কাজও করছেন ছাত্রছাত্রীরা। এসব স্বেচ্ছাসেবকদের জন্য খাবারের ব্যবস্থা করে দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থাটি।

আরও পড়ুন

সর্বশেষ