Sunday, December 22, 2024
প্রধান পাতাশিক্ষাস্থগিত এইচএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ

স্থগিত এইচএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ



চলতি বছরে কয়েকবার স্থগিত হওয়া উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা আগামী ১১ সেপ্টেম্বর শুরু হবে। আজ বৃহস্পতিবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত পরীক্ষার সূচিতে দেখা গেছে, এইচএসসির তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ৮ অক্টোবর, আর ১৫ থেকে ২৩ অক্টোবরের মধ্যে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষাপটে সৃষ্ট সহিংসতার কারণে দেশের পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠলে, ১৬ জুলাই রাতে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। এর ফলে, ১৮ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়।

পরিস্থিতি আরও খারাপ হলে, আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটি ১ আগস্ট পর্যন্ত উচ্চ মাধ্যমিকের সব পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয়।

পরিস্থিতি স্বাভাবিক থাকলে ৪ আগস্ট থেকে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। তবে, সেই পরীক্ষাগুলোও স্থগিত হয়ে যায়।

বারবার স্থগিতের পর ১১ আগস্ট থেকে নতুন সূচি অনুযায়ী পরীক্ষা শুরুর পরিকল্পনা করা হয়। কিন্তু সরকার পতনের পর সহিংসতায় বিভিন্ন পরীক্ষা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়া এবং প্রশ্নপত্র পুড়ে যাওয়ার কারণে শিক্ষা মন্ত্রণালয় আবারও পরীক্ষা স্থগিত করে।

অবশেষে, স্থগিত পরীক্ষাগুলো ১১ সেপ্টেম্বর থেকে শুরু করার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার

চলতি বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি বোর্ড এবং মাদ্রাসা বোর্ডের অধীনে মোট ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

আরও পড়ুন

সর্বশেষ